‘নিত্যপণ্য আমদানিতে ট্যাক্স মওকুফের আবেদন করবে বাণিজ্য মন্ত্রণালয়’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিত্যপণ্য আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয় ট্যাক্স মওকুফের আবেদন করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, নিত্যপণ্য সাধারণ মানুষের নাগালে রাখতে ১৭টি পণ্য আমদানিতে যাতে ট্যাক্স কম থাকে, সে বিষয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের মাধ্যমে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হবে। সেখান থেকে প্রধানমন্ত্রী অনুমোদন করলে ভোক্তারা স্বস্তি পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণের পরেও যে সমস্ত ট্রিপ সুবিধা পেয়ে আসছে, সেগুলো ২০২৯ সাল পর্যন্ত পাওয়ার বিষয়ে কাজ চলছে।

টিসিবির স্মার্ট কার্ড বা ফ্যামিলি কার্ড সংশোধনের উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয় নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কভিডের সময় টিসিবির কার্যক্রম শুরু হয়েছিল ট্রাক সেলের মাধ্যমে। এ সমস্ত কার্যক্রম যাতে স্থায়ী দোকানের মাধ্যমে করা যায়, সে বিষয়ে কাজ চলমান রয়েছে। এ ছাড়া উপকারভোগী যারা রয়েছে, সেটিও সংশোধন করে নতুন করে কাজ চলমান রয়েছে। অনেকে মৃত্যুবরণ করেছেন। আবার অনেকে গ্রামে চলে গিয়েছিল। সেগুলো সবই সংশোধন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *