পাঁচতারকা হোটেলের জন্য বিডাব্লিউডিবির জমি লিজ নিল দ্যা পেনিনসুলা

the-peninsula-chittagongনিজস্ব প্রতিবেদক :

বন্দরনগরীতে একমাত্র ও সর্বপ্রথম পাঁচতারকা হোটেল তৈরির কাজ শুরু করেছে দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেড। পেনিনসুলার পাঁচতারকা এই হোটেল বানানোর জন্য বিডাব্লিউডিবির জমি লিজ নিয়েছে কোম্পানিটি। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

নির্মানাধীন দ্যা পেনিনসুলা চিটাগং-এয়ারপোর্ট গার্ডেন হোটেল নামে এই হোটেলের জন্য কোম্পানিটি ১.২৪৫ একর জমি লিজ নিল। বিডাব্লিউডিবির এসব জমি প্রাথমিকভাবে ৩ বছরের জন্য লিজ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এসব জমি লিজ নিতে কোম্পানিটির খরচ হবে ৬৯ লাখ ৭ হাজার ৮৮৭ টাকা।

সম্প্রতি দ্যা পেনিনসুলার বোর্ড সভায় জমি লিজ নেওয়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এক একর জায়গার উপর নির্মিতব্য হোটেলটির নির্মাণ কাজ নভেম্বর মাসে শুরু হবে বলে জানানো হয়।

পেনিনসুলা কোম্পানির সচিব মোহাম্মদ নূরুল আজিম স্টকমার্কেটবিডিকে বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর রোডস্থ ‘পেনিনসুলা এয়ারপোর্ট গার্ডেন’ নামে এই হোটেল নিমাণ করা হবে। ইতোমধ্যে পেনিনসুলার বোর্ড সভায় জমি লিজ নেওয়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। হোটেলটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪১ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *