পিএফআই সিকিউরিটিজ ও মাইডাস ফাইন্যান্সকে সতর্ক

bsecস্টকমার্কেট ডেস্ক :

পিএফআই সিকিউরিটিজ লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডকে আইন ভঙ্গের দায়ে সর্তক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, পিএফআই সিকিউরিটিজ লিমিটেডকে শাহজিবাজার পাওয়ার কোম্পানির (এসপিসিএল) শেয়ার ক্রয়ের পরিমাণের বিষয়ে মিথ্যা ও অসত্য তথ্য প্রদান করেছে। যার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯ এর সেকশন ১৮; সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ১৯৮৭ এর ৮(১) (এ) এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর দ্বিতীয় তফসিলে বর্ণিত আচারণ বিধির অনুচ্ছেদ-১ লঙ্ঘন হয়েছে। তাই সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কমিশন সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড রাইট শেয়ারের চাঁদা গ্রহণের ২১ দিনের পরিবর্তে ৩১ দিন পর বিনিয়োগকারীদের হিসাবে জমা দানের মাধ্যমে কমিশনের পত্র নং বিএসইসি/সিআই/আরআই-৯১/২০১৩/৪৭০ তারিখ ০১/০৭/২০১৪ এর ১৯ নং শর্ত লঙ্ঘন করেছে। তাই সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় কমিশন মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডকে সর্তকপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *