পোশাক খাতের সম্প্রসারণে বিদেশে আরএমজি উইং খোলা হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নির্বাচনে বিজয়ী হলে পোশাক খাতের নতুন বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে আরএমজি উইং খোলার উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাহাঙ্গীর আলম।

তিনি বিজিএমইএ নির্বাচনে স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার। রবিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম জানান, আরএমজি উইং থেকে পণ্যের ব্র্যান্ড, বাজার সম্পর্কে তথ্য দেয়া এবং বায়ারের সঙ্গে কোনো মতবিরোধ হলে তার সমাধানের উদ্যোগ নেয়া হবে। পাশাপাশি শ্রম আইনের অচল ধারাগুলো সংশোধন করে যুগোপযোগী শিল্পবান্ধব শ্রমনীতি তৈরি করার উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, করোনাভাইরাস পৃথিবী থেকে কবে বিদায় হবে, আদৌ বিদায় হবে কিনা, এর প্রভাবমুক্ত হয়ে বিশ্ববাজার কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত। এমন বাস্তবতায় পোশাক খাত থেকে ২০২১ সালে ৫০ বিলিয়ন ডলারের রফতানি আয় অর্জন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, এসব ব্যর্থতার দায় কেবল করোনাভাইরাসের না। আমরা মনে করি না নেতৃত্বহীনতা, সময়োপযোগী সিদ্ধান্ত নিতে না পারা, আইনি সংস্কার করতে না পারায় অনেক গার্মেন্টস বন্ধের কারণ হয়ে থাকবে।

গার্মেন্টসের সংখ্যা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, একসময় ঢাকা-চট্টগ্রাম মিলে প্রায় ৭ হাজার গার্মেন্টস ছিল, এটা কমতে কমতে এখন দুই হাজারের নিচে চলে এসেছে। এর জন্য দায়ী তথাকথিত কমপ্লায়েন্স, এটা নিয়ে বাড়াবাড়ি কারণে অনেক শিল্প ধ্বংস হয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *