প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর প্রস্তাব আহবান : বিডিং শুরু

basondaraনিজস্ব প্রতিবেদক :

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের লক্ষ্যে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাবিত শেয়ারদরের ভিত্তিতে কাট অফ প্রাইস নির্ধারণে আজ থেকে বিডিং প্রক্রিয়া শুরু হচ্ছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। আজ বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত বিডিং চলবে।

বিডিংয়ে অংশগ্রহণে ইচ্ছুক যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) ৫ হাজার টাকা বিডিং ফি এবং বিডিং অ্যামাউন্টের ২০ শতাংশ ডিপোজিট করতে হবে, যা ১৫ অক্টোবর সকাল ১০টা থেকে ১৯ অক্টোবর বেলা ২টার মধ্যে দিতে হবে। ১৯ অক্টোবর বিকাল ৫টার পর বিডিং বন্ধ হয়ে যাবে। বিডিং পিরিয়ডের পর অফার পিরিয়ড শুরু হবে ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টা পর্যন্ত।

বুক বিল্ডিং পদ্ধতির নিয়ম অনুসারে, ইলেকট্রনিক বিডিংয়ের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ কোম্পানির আইপিওতে তাদের জন্য নির্ধারিত শেয়ারের দরপ্রস্তাব করবে। সর্বশেষ যে দরে নির্ধারিত শেয়ার বিক্রির প্রস্তাব আসবে, তাই হবে কাট অফ প্রাইস। যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সে দরেই কোম্পানির শেয়ার কিনবেন। তবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে তা ১০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করতে হবে কোম্পানিকে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনক্রমে তখন নতুন করে চাঁদাগ্রহণ করবে বসুন্ধরা পেপারস।

বসুন্ধরা পেপার আইপিওর মাধ্যমে মোট ২০০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা। এ ২০০ কোটি টাকার মধ্যে যোগ্য বিনিয়োগকারীদের জন্য ১২৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আর এ অর্থের সর্বোচ্চ ২ শতাংশ একজন যোগ্য বিনিয়োগকারী আবেদন করতে পারবেন। তবে তা আড়াই কোটির বেশি হবে না। তাছাড়া একজন যোগ্য বিনিয়োগকারী একবার সর্বোচ্চ ১০ শতাংশ বিডিং প্রাইস বাড়ানোর সুযোগ পাবেন। কোম্পানিটির ১০০টি শেয়ারে একটি লট নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *