ফারইস্ট ইন্স্যুরেন্সকে ৮০০ কোটি টাকার বন্ড কেনার নির্দেশ

farest lifeনিজস্ব প্রতিবেদক :

বীমা আইন অনুযায়ী কোম্পানিগুলোকে তাদের বিনিয়োগযোগ্য তহবিলের কমপক্ষে ৩০ শতাংশ সরকারি বন্ডে বিনিয়োগ করতে হবে। আইনে বাধ্যবাধকতা থাকলেও সরকারের বন্ডে কোনো বিনিয়োগ নেই তালিকাভুক্ত জীবন বীমা কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। সম্প্রতি বিষয়টি নজরে পড়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ)। শুনানিতে ডেকে কোম্পানিটিকে ৮০০ কোটি টাকার সরকারি বন্ড কেনার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

এ প্রসঙ্গে আইডিআরএ সদস্য কুদ্দুস খান বলেন, সরকারি বন্ডে এ কোম্পানির কোনো বিনিয়োগ নেই। তাই বীমা আইন অনুযায়ী তাদের এ নির্দেশনা দেয়া হয়েছে।

জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের শীর্ষ এই ইসলামী জীবন বীমা কোম্পানির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ২ হাজার ৬৮০ কোটি টাকা। এর মধ্যে শেয়ার ও বন্ডে বিনিয়োগ রয়েছে ২০২ কোটি টাকা। আইডিআরএ সূত্রে জানা গেছে, এ বিনিয়োগের প্রায় পুরোটাই শেয়ারবাজারে।

তহবিলের অর্থ জমি-স্থাপনার মতো খাতগুলোয় বিনিয়োগ করলেও সরকারি বন্ডে বিনিয়োগে অনীহা এ কোম্পানির। এছাড়া গ্রাহকদের ঝুঁকিতে ফেলে জীবন বীমা তহবিল বন্ধক রেখে সম্পত্তি কেনার জন্য ঋণ নেয়ারও রেকর্ড আছে কোম্পানিটির। আইডিআরএ কর্মকর্তারা বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

জানা গেছে, ২০১২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে মোট ১৫১ কোটি টাকা ঋণ নেয়। নিয়মের বাইরে গিয়ে কোম্পানিটির এ বিশাল অঙ্কের ঋণের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্টরা। বিষয়টিকে রহস্যজনক মনে করছেন বীমা নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারাও।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *