বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কীতে ডিএসইয়ের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বঙ্গবন্ধুর জন্ম শতবাষির্কী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ সোমবার ডিএসই’র পাঠানো এক প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অনূর্ধ্ব দ্বাদশ শ্রেণী/এ-লেভেল/সমমানের ছাত্র-ছাত্রীদের জন্য “সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেয়ারবাজারের ভূমিকা” শীর্ষক রচনা এবং ডিএসই’র সকল শেয়ারহোল্ডার, ট্রেকহোল্ডার এবং শেয়ারবাজারের সকল বিনিয়োগকারীদের (বিও হিসাবধারী) ছেলেমেয়ে যারা অনূর্ধ্ব দশম শ্রেণী/ও-লেভেল/সমমানের ছাত্র-ছাত্রী “বঙ্গবন্ধুই বাংলাদেশ” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে৷

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)মুজিববর্ষ উদ্‌যাপন উপলক্ষে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ গ্রহণ করেছে৷ যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এই উপলক্ষে একটি মূল্যবান গ্রন্থ প্রকাশ,নিজস্ব টাওয়ারে বঙ্গবন্ধু কর্ণার স্থাপনসহ আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ডিএসই৷

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন স্টক এক্সচেঞ্জকে যুক্ত করে একটি ওয়েবিনার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে৷ মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষেই ডিএসই টাওয়ার এবং বঙ্গবন্ধু কর্ণারসহ আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *