বিদায়ী সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে দুইটি ফান্ড

mutualfunds_421x236স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড বিদায়ী সপ্তাহে ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুষ্ঠিত ট্রাস্ট্রি সভায় ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় ফান্ড দুইটি।

এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড :
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৯৫ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৭৮ পয়সা। আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৯৬ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৮১ টাকা।

এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড :
শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এ সময় প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮২ পয়সা। যা গত বছরে একই সময় ছিল ৫০ পয়সা। আর এ সময় প্রতিষ্ঠানটির ক্রয় মূল্যে ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১০.৮৫ টাকা। যা গত বছরে একই সময় ছিল ১০.৭২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *