বিদেশফেরত ৬০ শতাংশ নারী শ্রমিক কর্মহীন : বিলস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা (কোভিড-১৯) মহামারির কারণে বিদেশফেরত ৬০ শতাংশ প্রবাসী নারী শ্রমিক এখন কর্মহীন অবস্থায় রয়েছেন। আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের ৪টি করে মোট ১২টি উপজেলার তথ্য নিয়ে এই প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি। বিলসর মতে, বিদেশ ফেরতদের প্রতি ৩ জনে একজন নারীর আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে।

গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন, বিদেশে যাওয়ার পরে তারা শারীরিক নির্যাতনের শিকার হন। ৫২ শতাংশ নারী জানিয়েছেন, তাদের কাজে বাধ্য করা হয়। এ ছাড়া, শতাংশ নারী শ্রমিক বিদেশে যাওয়ার পরে কারাভোগ করেন।

বিলস’র নির্বাহী পরিষদের সদস্য শাকিল আক্তার চৌধুরী গণমাধ্যমকে বলেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয় না।

সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‌দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দেখা গেছে, প্রতি মাসে ২০০ থেকে ৩০০ নারী শ্রমিক দেশে ফিরে এসেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *