বিবিএস ক্যাবলসের সাথে বিআরডিবি’র ১১৩ কোটি টাকার চুক্তি

bbsস্টকমার্কেট প্রতিনিধি :

শেয়ারবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত বিবিএস ক্যাবলসের সাথে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চুক্তি সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকেলে কোম্পানিটিকে সম্মতিপত্র (নোটিপিকেশন অব অ্যাওয়ার্ড) দেয় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ চুক্তির আওতায় বিবিএস ক্যাবলস লিমিটেড বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্ক বর্ধিতকরণের পণ্য সরবরাহ করবে। এর জন্য ১১২ কোটি ৯১ লাখ ২০ হাজার ২৬০ টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।

সম্মতিপত্র পাওয়ার পর ২৮ কার্যদিবসের মধ্যে এ কার্যক্রম শুরু হবে। আগামী ৪ মাসের মধ্যে এ ১১২ কোটি ৯১ লাখ ২০ হাজার ২৬০ টাকার পণ্য সরবারহ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *