‘বিমার উদ্যোক্তাদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন অনুসারে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।

রবিবার (২০ জুন) দুপুরে অনলাইন প্ল্যাটফর্মে বিমা সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সঙ্গে বিমা খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন বলেন, ‘আইন অনুসারে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের ৬০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এ বিষয়ে আমরা আগে যে নির্দেশনা দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি। তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। তবে আইনে যেহেতু আছে, আইন তো মানতেই হবে। ’

তিনি বলেন, আমরা জীবন বিমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণে সুপারভাইজরি লেভেল এবং কমিশন কাঠামো পুনর্বিন্যাস করেছি। এর ফলে জীবন বিমা কোম্পানিগুলোর ব্যয় ১৫ শতাংশ পর্যন্ত কমবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হবে।

আইডিআরএ’র সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *