বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম দুই বছরে সর্বনিম্ন

ooooস্টকমার্কেবিডি ডেস্ক :

বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম। গত নভেম্বরে দাম কমে দুই বছরে সর্বনিম্ন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, ভোজ্য তেল, দুগ্ধপণ্য ও খাদ্যশস্যের দাম হ্রাস পাওয়ায় সার্বিক খাদ্যপণ্যের বাজার নিম্নমুখী। গত মাসে এফএওর খাদ্য সূচক কমে হয় ১৬০.৮ পয়েন্ট। যা ২০১৬ সালের মে মাসের পর থেকে সর্বনিম্ন। গত অক্টোবরে খাদ্য সূচক ছিল ১৬২.৯ পয়েন্ট। ওই মাসেও বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে।

এফএও জানায়, গত মাসে ভোজ্য তেলের দাম আগের মাসের চেয়ে কমেছে ৫.৭ শতাংশ। এতে টানা ১০ মাস কমে ভোজ্য তেল ১২ বছরে সর্বনিম্নে নেমেছে। দুগ্ধপণ্যের দাম কমেছে ৩.৩ শতাংশ। টানা ষষ্ঠ মাস দুগ্ধপণ্যের দাম কমল। এ দর এক বছর আগের একই সময়ের তুলনায় ১৩.৯ শতাংশ কম। তবে আগের মাসের তুলনায় চিনির দাম বেড়েছে ৪.৪ শতাংশ। টানা তিন মাস দাম বাড়ল। চিনির দাম বাড়ার বড় কারণ ব্রাজিলে উৎপাদন হ্রাস।

সংস্থা আরো জানায়, বিশ্ববাজারে বাড়ছে গমের দাম। বৃষ্টিপাত কমায় অস্ট্রেলিয়া ও কানাডাসহ কয়েকটি দেশ থেকে সরবরাহ হ্রাস পাবে গমের। ২০১৮-১৯ বর্ষে বিশ্বে গম উৎপাদন হবে ৭২৫.১ মিলিয়ন টন, যা গত বছরের চেয়ে ৪.৩ শতাংশ কম। এর বিপরীতে দাম কমছে এশিয়ার প্রধান খাদ্যপণ্য চালের। এশিয়ার দেশগুলোতে আবাদ বাড়ায় এ বছর বিশ্বে চাল উৎপাদন বাড়বে ১.৩ শতাংশ। ২০১৭ সালে যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ চাল উৎপাদন হয়েছিল। এ বছর তা-ও ছাড়িয়ে যাচ্ছে। রপ্তানিকারক দেশগুলোর প্রতিযোগিতার পাশাপাশি মুদ্রার অবমূল্যায়নে চালের দাম কমছে।

এফএওর মতে এ বছর চাল ও গমের বাণিজ্য কমবে, তবে ভুট্টার বাণিজ্য বাড়বে। ২০১৮ সালে বিশ্বে খাদ্যশস্য উৎপাদন হবে ২.৫৯৫ বিলিয়ন টন, যা ২০১৭ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে ২.৪ শতাংশ কম। রয়টার্স, এফএও ওয়েবসাইট।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *