বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে শুরু হয়েছে ব্যাপক দরপতন। গতকাল সোমবার বিশ্ববাজারে তেলের দাম নেমে গেছে গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এমন এক সময়ে এ খবর পাওয়া গেল, যখন বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে অস্থিরতা চলছে। তাই আবারও জেঁকে বসেছে বৈশ্বিক মন্দার শঙ্কা।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, সোমবার দিনের শুরুতেই অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম নেমে গেছে ব্যারেলপ্রতি ৭০.৫৬ মার্কিন ডলারে। এটি ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন দাম। আর গত সপ্তাহে কমেছে প্রায় ১২ শতাংশ, যা গত ডিসেম্বরের পর থেকে সর্বোচ্চ সাপ্তাহিক পতন।

একই অবস্থা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডাব্লিউটিআই)। এদিন সকালে এপ্রিলে ডেলিভারিযোগ্য ডাব্লিউটিআইয়ের দাম নেমে যায় ৬৪.৫১ ডলারে, যা ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন। আর গত সপ্তাহে এর দরপতন হয়েছে প্রায় ১৩ শতাংশ, যা ২০২২ সালের এপ্রিল মাসের পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *