বিশ্ববাজারে ২% বেড়েছে জ্বালানি তেলের দাম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো রাশিয়া থেকে দুই-তৃতীয়াংশ জ্বালানি তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন ঘোষণায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

গতকাল মঙ্গলবার তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে ১৪ বছরে সর্বোচ্চ হওয়ার কাছাকাছি চলে এসেছে। গত সোমবার সমঝোতায় আসা ইইউ নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত সমুদ্রপথে আসা রাশিয়ার তেল আমদানি বন্ধ হবে, যা মোট আমদানির দুই-তৃতীয়াংশ।

বছর শেষে পাইপলাইনে আমদানিও বন্ধ করবে একাধিক দেশ। এতে রাশিয়া থেকে দেশগুলোর তেল আমদানি কমবে ৯০ শতাংশের মতো। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিংইকোনমিকসের হিসাবে, এমন খবরে গতকাল আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অশোধিত জ্বালানি তেলের দাম ১.৫৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ১১৯.৭০ ডলার। লন্ডনের ব্রেন্ট জ্বালানি তেলের দাম ১.৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় প্রায় ১২৪ ডলার।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *