বি. ব্রাদার্স গা‌মের্ন্টসের আইপিও আবেদন বাতিল করলো বিএসইসি

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বি. ব্রাদার্স গা‌মের্ন্টস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজারে আসার প্রক্রিয়া বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্প‌তিবার (৬ আগস্ট) আইপিও বাতিল হওয়ার বিষয়টি বি. ব্রাদার্স গা‌র্মেন্টস এবং তাদের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুই‌টি ম্যা‌নেজ‌মেন্টকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে বিএসইসি।

জানা গেছে, কোম্পানিটি নির্ধারিত মূল্য (Fixed Price Method) পদ্ধতির আওতায় আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। কিন্তু আইপিও আবেদনে বেশ কিছু অসঙ্গতি ও বিদ্যমান আইন লংঘনের কারণে বিএসইসি তাদের আবেদনকে যোগ্য মনে করেনি।

বিএসইসি সূত্রে জানা যায়, কোম্পানিটি বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি পেয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *