ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৩৩ হাজার ৭৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ১১ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্যারামাউন্ট টেক্সটাইল ৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বারাকা পতেঙ্গা পাওয়ার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসআরএম স্টিল , ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, ইফাদ অটোস, আইএফআইসি ব্যাংক, কেডিএস এক্সেসরিজ, কেপিসিএল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, ফনিক্স ফিন্যান্স, প্রিমিয়ার সিমেন্ট, রানার অটো, স্যালভো কেমিক্যাল, শমরিতা হসপিটাল, সাউথবাংলা ব্যাংক, সিলভা ফার্মা, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, এসএস স্টিল, তিতাস গ্যাস ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *