ভারতে স্বর্ণের দর পতন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিগত ছয় মাসের মধ্যে ভারতে স্বর্ণের বাজারে দরপতন দেখা গেল। দেশটিতে ১০ গ্রাম স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৪৫,৯০০ রুপিতে। তবে খুব বেশিদিন দরের এই নিম্নমুখী প্রবণতা বজায় থাকবে না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের ধারণা, বরং দীপাবলির সময় ১০ গ্রাম সোনার দাম ৫২,০০০ রুপিতে পৌঁছতে পারে। সেই পরিস্থিতিতে এটাই স্বর্ণ ক্রয়ের সুবর্ণ সুযোগ।

আইআইএফএল সিকিউরিটিজের কমোডিটি এবং কারেন্সি রিসার্চের ভাইস-প্রেসিডেন্ট বলেছেন, ‘আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম কমেছে। কিন্তু বেশিদিন সেই ধারা বজায় থাকবে না।

বিশ্ব বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভারতে আসন্ন উৎসব এবং আফগানিস্তানের ভূ-রাজনৈতিক এবং দক্ষিণ চীন সাগরে উত্তেজনার কারণে দামী ধাতুর চাহিদা বাড়বে। সেইসঙ্গে দামও বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *