ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসছে ১৮ মার্চ: ড. মোমেন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ১৮ মার্চ ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আসবে। এটি বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারত ও কাতার সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের ড. মোমেন বলেন, জি-২০ বৈঠকে যোগদানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সীমান্ত হত্যা নিয়ে আপনারা যে অঙ্গীকার করেছেন, সেটা রাখেন।

তিনি বলেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে রেললাইনসহ যেসব নির্মাণ স্থাপনা তৈরিতে দেশটি আপত্তি জানিয়েছিল, তারা সেটা তুলে নিয়েছেন। এখন আমাদের কাজগুলো সুচারু হবে।

ড. মোমেন বলেন, নিত্যপণ্য রপ্তানিতে তারা (ভারত) যেন হঠাৎ করে বন্ধ না করে দেয়, সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ১-৩ মার্চ দিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেন। সূত্র : বাংলানিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/এম.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *