মুনাফায় ফেরাতে সুহৃদের ব্যবস্থাপনার দায়িত্ব নিলো ইউরোদেশ

Shurid-Industries-Logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল আর্থিক খাতের কোম্পানি সুহৃদ ইন্ডািস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ড ইউরোদেশ কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেডের সাথে ব্যবস্থাপনা পরিবর্তনের চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডির ঝিনাইল রেস্টুরেন্টে উভয় কোম্পানির মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। সম্প্রতি  গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে কোম্পানিটির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। যার ফলে কোম্পানিটি লোকসানের সম্মুখীন হয়।

এই কারণে সুহৃদ ইন্ডািস্ট্রিজ লিমিটেডের পরিচালক বোর্ড ইউরো গ্রুপের সাথে ব্যবস্থাপনা পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এ বিষয় নিয়ে আলোচনা করতে কোম্পানি ১১১তম বোর্ডসভা ২৭ জুলাই আহবান করে। এতে ইউরোদেশের সাথে চুক্তির খসড়া অনুমোদন দেয় কোম্পানির পরিচালক বোর্ড। এখন ইউরোদেশ কোম্পানিটির সবকিছু ব্যবস্থাপনা করবে।

উল্লেখ্য, ২০১৪ সালে তালিকাভুক্তির পর শুধু একবারই কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল। ২০১৫ ও ২০১৬ সালে কোম্পানিটি কোন লভ্যাংশ প্রদান করেনি। কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ না দেয়ার কারণে বর্তমানে জেড ক্যাটাগরিতে রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *