মেট্রো স্পিনিংয়ের নগদ লভ্যাংশ ঘোষণা

metroস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা বোর্ড বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, চলতি বছরের জুন শেষ হওয়া ২০১৭ সালে মেট্রো স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৪ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫.৮৮ টাকা।

আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৬ নভেম্বর।

গত বছর ২০১৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *