রহিমা ফুডের ১৯ টাকার শেয়ার ১৩৬ টাকায় হাতবদল

rahimaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি রহিমা ফুড লিমিটেড গত কয়েকদিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে কোনো তথ্য নেই বলে জানিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি।

তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ১০ কার্যদিবসে রহিমা ফুডের শেয়ারের দর বেড়েই চলেছে। গত ৩০ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১০৬ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৪ জুন ১৩৬ টাকা দাঁড়িয়েছে।

২০১৫ সালের ৫ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৯ টাকা। এরপর টানা এ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১৯ মে ২৮ টাকা ৮০ পয়সায় গিয়ে দাঁড়ায়। এহিসাবে শেয়ারটির দর ২ বছরে বেড়েছে প্রায় ৭গুণ।

স্টকমার্কেটবিডি.কম/এএআর/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *