শেয়ার কেলেঙ্কারী মামলায় ২ কোটি টাকা জরিমানা ও ৫ বছরের কারাদন্ড

tribunal-picস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্ক বিডি শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানিটির শেয়ার কেলেঙ্কারী মামলায় আসামীদের ২ কোটি টাকা জরিমানা ও ৫ বছরের কারাদন্ড দিয়েছেন শেয়ারবাজার বিষয়ক ট্রাইবুন্যাল। রবিবার (২৪ জুন) ট্রাইবুন্যালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেছেন।

রায়ে বলা হয়, অভিযুক্ত কোম্পানিসহ ৪ আসামীকে ৫০ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা জরিমানা করেছেন শেয়ারবাজার বিষয়ক ট্রাইবুন্যাল। একইসঙ্গে কোম্পানি ব্যাতিত ৩ আসামীকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

এ মামলার আসামিরা হলেন-মার্ক বাংলাদেশ শিল্প অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইমাম মুলকুতুর রহমান, ভাইস-চেয়ারম্যান আব্দুল হাই ও পরিচালক সালমা আক্তার। এরমধ্যে ইমাম মুলকুতুর রহমান মৃত ও অন্য আসামীরা শুরু থেকেই পলাতক রয়েছেন। যাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি গ্রেফতারের আদেশ দেন বিচারক আকবর আলী শেখ। তবে এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

অভিযুক্ত ইমাম মুলকুতুর রহমান মারা গেলেও ট্রাইবুন্যাল তা আনুষ্ঠানিকভাবে জানে না। যে কারনে ইমাম মুলকুতুর রহমানকেও জেল এবং জরিমানার রায় দেওয়া হয়েছে।

রাযে বলা হয়, অভিযুক্তরা যোগসাজশে লাভবান হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। অভিযুক্তরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স ১৯৬৯-এর ১৭ ধারার (ই) (২) উপ-ধারা লঙ্ঘন করেছেন। যা একই অধ্যাদেশের ২৪ ধারায় শাস্তিযোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *