সবধরনের সূচকের সাথে কমেছে লেনদেন ও দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। এদিন সেখানে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরণের মূল্য সূচক ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। তবে এই শেয়ারবাজারে লেনদেনে ব্যাপক পতন হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, সোমবার দিনের শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা কম । গতকাল রবিবার সেখানে ১২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২০.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ০.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৩ পয়েন্টে।

গতকাল দর বেড়েছিল ১৫৬টির, কমে ১৪২টির আর অপরিবর্তিত থাকে ৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর। আজ তার উল্টো চিত্র কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এদিন দিনভর লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮২টির, কমে ২১৪টির আর অপরিবর্তিত থাকে ৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– কনফিডেন্ট সিমেন্ট লি., ইফাদ অটোস, কেয়া কসমেটিক্স লি., এমজেএলবিডি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি., বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লি., ডরিন পাওয়ার,  লংকাবাংলা ফাইন্যান্স, আফতাব অটো ও ফুয়াং ফুডস  ।

এদিকে, আজ সোমবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৩ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল রবিবার এই লেনদেন ৭৪ কোটি ১৪ লাখ টাকা ছিল। আজ দিনশেষে লেনদেন আগের দিনের চেয়ে ১০ কোটি ৬৩ লাখ টাকা কমেছে।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ১১৯টির, কমে ১১৫টির এবং অপরিবর্তিত থাকে ৩৪টির। আজ দর কমা কোম্পানির সংখ্যা বেশি। আজ মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আফতাব অটো ও বেঙ্গল উন্ডসর থার্মোপ্যালাস্টিকস লি. ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *