সূচকের উত্থানে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১৫ মার্চ) বেলা ১২টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ২.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৩০ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম দুই ঘন্টায় লেনদেন হয়েছে ২৬২ কোটি ৯০ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৩টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বেলা ১২টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৯.৭১ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১৫৫টি শেয়ারের মধ্যে ৬৩টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪৪টি কোম্পানির দর, আর ৪৮টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *