সূচকের পতনে চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের পতনের মধ্য দিয়ে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের পঞ্চম কার্যদিবস আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৪৮০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ্ সূচক ৬.৭৫ পয়েন্ট কমে অবস্থান করে ১২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২১.০৯ পয়েন্ট কমে অবস্থান করে ২০৯০ পয়েন্টে রয়েছে।

দিনের প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৮৩ লাখ টাকার।

এই সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে, লেনদেন শুরুর প্রথম ঘন্টা বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১২৮.১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করে।

এসময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২৮ লাখ টাকার। এই সময়ে লেনদেন হওয়া ১২৬টি শেয়ারের মধ্যে ২১টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭৫টি কোম্পানির দর, আর ৩০টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *