সূচকের সাথে ৭০ শতাংশ শেয়ারের দর কমেছে

low indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন দিনশেষে সেখানে সূচকের বড় পতন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯১ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয় ৭২৫ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭.৩৪ পয়েন্ট কমেঅবস্থান করছে ১৯৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪২টির। আর দর অপরিবর্তিত আছে ৩৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ফরচুন সুজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, দ্যা পেনিনসুলা চিটাগং, আলিফ ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, স্কয়ার ফার্মা, গ্রামীনফোন লিমিটেড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও এমএল ডায়িং লিমিটেড।

এদিকে সোমবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৪২ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *