সূচক, শেয়ার দর কমলেও বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। এদিন সেখানে গতকালের চেয়ে আরও কমেছে সূচক ও শেয়ারের দর।  তবে গত দুইদিনের তুলনায় বেড়েছে লেনদেন। একই ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সব ধরণের মূল্য সূচক ও শেয়ারের দর কমেছে। বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, গত দুইদিনে লেনদের পরিমাণ কমলেও আজ কিছুটা বেড়েছে। বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোটি ১০৬৯ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। গতকাল মঙ্গলবার সেখানে ৯৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

তবে এদিন ডিএসইতে অন্য সকল সূচক কমেছে। ডিএসইএক্স সূচক গত দুই চেয়ে দিনের চেয়ে আরও কমেছে। বুধবার ৪৩.৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৭৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩১৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২১ পয়েন্টে।

গতকাল মঙ্গলবার ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫৮১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করে ১৩২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.২১ পয়েন্ট কমে অবস্থান করে ২১৩৪ পয়েন্টে।

তবে আজ অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৮৬টির, কমেছে ২২৩টির আর অপরিবর্তিত থাকে ২১টির দর। গতকাল মঙ্গলবার লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১০ বাড়ে ৮২টির, কমে ১৭৭টির আর অপরিবর্তিত থাকে ৪৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ডরিন পাওয়ার, ইফাদ অটোস, আরএকে সিরামিক, শাহাজিবাজার পাওয়ার কো. লি., ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, কনফিডেন্ট সিমেন্ট লি., মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক্স লি., গ্রামীণফোন ও লংকাবাংলা ফাইন্যান্স।

এদিকে, আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতকালের চেয়ে অনেকটাই বেড়েছে। গত দুইদিন এ বাজারেও লেনদেন কম হলেও আজ বেড়েছে। দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭১ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১৭ কোটি ৮৪ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৫৩ কোটি ৩ লাখ টাকা ছিল।

এদিন  দিন  সিএসইতে কমেছে অন্য সকল সূচকও। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩৪ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দিনশেষে শেয়ার দর কমা কোম্পানি গতকালের চেয়ে আরও বেড়েছে । এদিন আর  মোট লেনদেন হয়েছে ২৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

গতকাল দর বেড়ে ৮৯টির, কমে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ৭৯টির, কমে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল আইডিএলিস ফাইন্যান্স ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *