স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কম, বেড়েছে বিদেশি : বিডা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) গত অর্থবছরের একই সময়ের চেয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৪ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ প্রস্তাব এসেছে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব কমেছে। গতকাল সোমবার বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিডার তথ্যমতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর) প্রথম প্রান্তিকে মোট ২২৩টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ১৯৮টি শিল্প ইউনিটে স্থানীয়, ৯টিতে শতভাগ বিদেশি এবং ১৬টিতে যৌথ বিনিয়োগ এসেছে। এসব প্রতিষ্ঠানে মোট ৩১ হাজার ৬১০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। এ সময়ে বিদেশিরা ১৭ হাজার ৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ৮১০ শতাংশ বেশি। তবে বিপরীত চিত্র দেখা গেছে স্থানীয় বিনিয়োগ প্রস্তাবের ক্ষেত্রে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশীয় উদ্যোক্তারা ১৪ হাজার ৫৩০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগের জন্য প্রস্তাব দিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২১ দশমিক ৮২ শতাংশ কম।

ওএসএস পোর্টালে আরও পাঁচ সেবা : বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস পোর্টালে আরও পাঁচটি নতুন সেবা যুক্ত হয়েছে। গতকাল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এর উদ্বোধন করেন। নতুন পাঁচটি সেবার মধ্যে ভূমি মন্ত্রণালয়ের একটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দুটি, ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের একটি এবং রাজউকের একটি সেবা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *