‘হজের খরচ জনপ্রতি আরও বাড়ল ৫৯ হাজার টাকা’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজে যাওয়ার জন্য জনপ্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সৌদি আরবে আব্যশকীয় ব্যয় বাড়ানোর কারণে এই মোট খরচ বাড়ছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

নতুন সিদ্ধান্তের ফলে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজের মোট খরচ দাঁড়াবে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ ২–এর জন্য খরচ হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য সর্বনিম্ন খরচ পড়বে ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গতকাল সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে ব্যয়ের বিবরণ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি ‘সি’ শ্রেণির জন্য ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা এবং ‘ডি’ শ্রেণির জন্য ৭০ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়। তিনি আরও বলেন, বাস সার্ভিস, প্লেন ভাড়া এবং বাড়িভাড়া থেকে কিছু অর্থ সাশ্রয় করা গেছে। এ সাশ্রয় এবং হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। ৩০ মের মধ্য এ টাকা জমা দিতে হবে হজযাত্রীদের।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *