হলমার্কের জেসমিনের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ

courtস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে আগামী চার সপ্তাহের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে আজ রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট চলতি বছরের ১০ মার্চ তাকে রুল যথাযথ ঘোষণা করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে।
আজ আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন!

স্টকমার্কেটবিডি.কম/আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *