১০০০ টাকার নোট অচলের তথ্য গুজব : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী ৩১ মে এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি অচল বলে বলে বিভিন্ন সামাজিক গণ মাধ্যমে তথ্য ছড়িয়েছে যা গুজব ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মে) বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এক হাজার টাকা মূল্যবানের লাল ব্যাংক নোটটির লেনদেনের সময়সীমা আগামী ৩০ মে পর্যন্ত। এরপর আর এক হাজার টাকা মূল্যমানের লাল নোটটি আর ব্যাংকে জমা নেওয়া হবে না। তাই আগামী ৩০ মে দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকার লাল নোটটি জমা দিতে হবে।

আরও ছড়িয়ে পড়ে, এর পরদিন তথা ৩১ মে থেকে এক হাজার টাকা মূল্যমানের এই লাল নোটটি অচল বলে গণ্য হবে।

এই খবরকে সম্পূর্ণ ভুয়া অভিহিত করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধরণের গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনসাধারণকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *