২০২১ সালে উবারের আয় ৭ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২১ সালে বাংলাদেশের অর্থনীতিতে সাড়ে ৪ হাজার কোটি টাকার অবদান রেখেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। এবছর উবারের আয় ৭ হাজার কোটি টাকা হয়েছে।

আজ রোববার রাজধানীর গুলশানে একটি হোটেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে উবার। প্রতিবেদনটি প্রস্তুত করেছে যুক্তরাজ্যভিত্তিক নীতি গবেষণা সংস্থা পাবলিক ফার্স্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, উবারের রাইড শেয়ারে ভোক্তাদের কাছ থেকে গত বছর ৭ হাজার কোটি টাকা আয় হয়েছে। যা মোটামুটিভাবে দেশের জিডিপির শূন্য দশমিক ২৫ শতাংশ।

একইসঙ্গে বছরে আনুমানিক এক কোটি ৭০ লাখ ঘণ্টা সময় সাশ্রয় হয়েছে উবার যাত্রীদের।

প্রতিবেদনে বলা হয়, উবারে চড়েন এমন নারী যাত্রীদের মধ্যে ৯৬ শতাংশ নারী জানিয়েছেন, তারা নিরাপত্তার কারণে উবারে চড়েন। জরিপের ৯০ শতাংশ যাত্রী যাতায়াতের সুবিধার কারণে উবার ব্যবহার করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, উবার চালকদের সঙ্গে কথা বলে একটি জরিপ করা হয়েছে। তাদের ৭৩ শতাংশ চালক বলেছেন, ২০২১ সালে তারা উবার নিয়ে সন্তুষ্ট ছিলেন। যার মাধ্যমে গত বছর উবার চালকরা অতিরিক্ত ৫২ দশমিক ২ কোটি টাকা আয় করেছেন, যা তাদের সম্ভাব্য পরবর্তী সেরা বিকল্প আয় বা কাজের উৎসের চেয়ে ২৬ শতাংশ বেশি ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *