২০২২ সালে বিদেশ ভ্রমণ বেড়েছে দ্বিগুণ : জাতিসংঘ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২১ সালের তুলনায় সদ্য বিদায়ী বছরে দ্বিগুণ আন্তর্জাতিক ভ্রমণ হয়েছে। মধ্যপ্রাচ্য এবং ইউরোপ শক্তিশালীভাবে প্রত্যাবর্তন করছে।

মঙ্গলবার জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএনডব্লিউটিও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালে ৯০ কোটির বেশি (৯০০ মিলিয়ন) পর্যটক আন্তর্জাতিক ভ্রমণ করেছে। বিশ্বের কিছু দেশ কঠোর করোনাভাইরাস নীতি শিথিল করায় ভ্রমণ বেড়েছে। আন্তর্জাতিক ভ্রমণের এই সংখ্যা করোনা মহামারি যুগের ৬৩ শতাংশ।

রিপোর্টে আরও বলা হয়েছে, ২০১৯ সালে আন্তর্জাতিক ভ্রমণ করেছিল প্রায় দেড়শো কোটি মানুষ। আর ২০২১ সালে ভ্রমণ করেছিল ৪৫ কোটি ৫৫ লাখ ( ৩৫৫ মিলিয়ন) পর্যটক।

করোনা মহামারির আগে ভ্রমণ এবং পর্যটন বৈশ্বিক জিডিপিতে ১০ শতাংশ অবদান রেখেছিল।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *