২৪তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

kamalস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ২০৩২ সালের মধ্যে সারাবিশ্বে ২৪তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার (১৩ জানুয়ারি) শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে মন্ত্রী তার নিজ দফতরে একথা বলেন। এর আগে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশ উন্নত হলে কর্মসংস্থান বৃদ্ধি পায়। দেশের দারিদ্র্য বিমোচন হয়।

খেলাধুলার ইতিবাচক দিক তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে খেলাধুলাও এগিয়ে নিতে হবে। মানুষের মননশীলতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমি খেলাধুলার মানুষ। সব সময় খেলাধুলার উন্নয়নে কাজ করবো। ঢাকার ক্লাবগুলো দেশের ক্রিকেট-ফুটবল এগিয়ে নিতে কাজ করে। ঢাকার ক্লাবগুলোর উন্নয়ন দরকার। আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়নে নিবেদিত প্রাণ। উনার কাছে আবাহনী ও মোহামেডানের কোনো ভেদাভেদ নেই। প্রধানমন্ত্রী খেলাধুলার উন্নয়ন চান।

ক্রিকেটের উন্নয়ন তুলে ধরে মুস্তফা কামাল বলেন, এক সময় দেশের মানুষের কাছে ক্রিকেট জনপ্রিয় ছিল না। ওয়াসিম আকরাম ও জাদেজার মতো তারকা খেলোয়াড়কে বাংলাদেশে এনে ক্রিকেট প্রোমোশন করেছি।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *