২ ঘন্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। মঙ্গলবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৭ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬০.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৪৯৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *