৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে মার্কেন্টাইল ব্যাংক

mercantilস্টকমার্কেট ডেস্ক:

মূলধন বাড়াতে সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড । নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে ব্যাংকিং খাতের এ কোম্পানি পুরোপুরি আর্থিক দুর্বলতা থেকে রক্ষা করতে ৩০০ কোটি টাকা ৭ বছরের জন্য নন-কনর্ভাটেবল ফ্লোটিং রেটড সাবঅর্ডিনেটেড বন্ডে ইস্যুকরার এ সিদ্ধান্ত নেয়।

বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, মূলধন অপরিহার্যতা পূরণ করতে ব্যাসেল-৩ সাবজেটের অধীনে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস দিয়েছছে মার্কেন্টাইল ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *