৫৪ টাকায় ফরচুন সুজের লেনদেন

fortuneস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত লেনদেন শুরুর প্রথম আধা ঘন্টা ৪৫-৫০ টাকায় লেনদেন হয় সদ্য তালিকাভুক্ত হওয়া চামড়া খাত শিল্পের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড। তবে বেলা ১২টায় তা ৫৪.৬০ টাকা লেনদেন হতে দেখা যায়। দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ কোম্পানির লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পর্যন্ত এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৪০.৬০ টাকা বা ৪০৬ শতাংশ। শুরুতে এ কোম্পানির শেয়ার দর ৪৫ টাকায় ওপেন হলেও আলোচিত সময় পর্যন্ত সর্বশেষ লেনদেনটি হয় ৫০.৬০ টাকায়। আর এ সময়ে ফরচুন সুজের শেয়ার দর ৪০.১০ টাকা থেকে ৫০.৬০ টাকায় ওঠানামা করে।

আলোচিত সময়ে ডিএসইতে এ কোম্পানির মোট ৫৩ লাখ ৬ হাজার ১১টি শেয়ার মোট ৮ হাজার ৩৭৬ বার হাতবদল হয়। যা টাকার অংকে লেনদেন হয় ২৬ কোটি ১৩ লাখ ৮৪ হাজার টাকা। আর সিএসইতে এ সময়ে ১১ লাখ ৩৫ হাজার ২২৬টি শেয়ার মোট ২ হাজার ৩৯০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *