হাক্কানি পাল্পের তদন্তের মেয়াদ বাড়ালো বিএসইসি

hakkaniনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেপার ও প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানি পাল্প লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িযেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কমিটিকে আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গত ৩ আগস্ট সোমবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানী পাল্পের শেয়ারে অস্বাভাবিক হারে দর বৃদ্ধি খতিয়ে দেখতে ২৯ জুন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

কমিটির সদস্যরা হলেন— বিএসইসির উপ-পরিচালক শামসুর রহমান ও গোলাম কিবরিয়া।

১১ জুন হাক্কানী পাল্প এ্যান্ড পেপার শেয়ারের দর ছিল ২১ টাকা। ২৯ জুন শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৫৮ টাকায়।

স্টকমার্কেটবিডি.কম/এম/