পাবলিক ইস্যু রুলের চূড়ান্ত : প্রিমিয়াম থাকছে না আইপিওতে

ipoনিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত মূল্যের পর প্রাথমিক শেয়ারে (আইপিও) আর প্রিমিয়াম (অধিহার) নয়। অভিহিত মূল্যের পর কোম্পানির শেয়ারে প্রিমিয়াম পেতে হলে ওই কোম্পানিকে বুক বিল্ডিং পদ্ধতিতে আবেদন করতে হবে।

সোমবার পাবলিক ইস্যু রুলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে ৭ ডিসেম্বর রুলসটির খসড়া অনুমোদন দেয়া হয়েছিল। শিগগিরই এ ব্যাপারে গেজেট প্রকাশ করা হবে।

জানা গেছে, কোনো বেসরকারি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। একটি হল নির্ধারিত মূল্যের আইপিও এবং অন্যটি বুক বিল্ডিং পদ্ধতি। নির্ধারিত পদ্ধতিতে কোনো কোম্পানির ইস্যু মূল্য কত হবে, তা বিএসইসি ঠিক করে দেয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিডিংয়ের মাধ্যমে দাম নির্ধারণ করে। কিন্তু এর আগে কিছু কোম্পানির আইপিওতে অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে বেশ সমালোচিত হয়েছে বিএসইসি। ফলে মূল্য নির্ধারণের বিষয়টি বুক বিল্ডিং পদ্ধতিতে ছেড়ে দেয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুসারে পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অথবা অভিহিত মূল্যে ১৫ কোটি টাকার মধ্যে যেটি সর্বোচ্চ, অথবা পরিশোধিত মূলধন কমপক্ষে ১৫ কোটি টাকা রয়েছে, সে কোম্পানি আইপিওতে আসতে পারবে।

শর্ত রয়েছে প্রসপেক্টাসে উল্লেখ করা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের পর পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। এছাড়াও যেসব শর্ত রয়েছে তা হল- বিএসইসির অডিটর প্যানেল দ্বারা আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করতে হবে, নিয়মিত সাধারণ সভা (এজিএম) করতে হবে, কর্পোরেট গভর্ন্যান্স গাইড লাইন মেনে চলা, পুঞ্জীভূত লোকসান বন্ধ, সম্পদ পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কমিশনের গাইড লাইন মানতে হবে।

ফিক্সড প্রাইজ মেথডে আবেদনে আরও যেসব শর্ত পূরণ করতে হবে তার মধ্যে রয়েছে ইতিবাচক প্রবৃদ্ধি, কমপক্ষে ৩৫ শতাংশ শেয়ার আন্ডার রাইটারদের (অবলেখন) নেয়ার নিশ্চয়তা। বুক বিল্ডিং পদ্ধতির জন্য আরও শর্তের মধ্যে রয়েছে পরিশোধিত মূলধনের চেয়ে কমপক্ষে ১৫০ শতাংশ সম্পদমূল্য, টানা ৩ বছর বাণিজ্যিক উৎপাদন।

এর মধ্যে দুই বছরে মুনাফায় থাকতে হবে। কমপক্ষে পূর্ববর্তী ২ বছরে নিট কারেন্ট অ্যাসেট এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো পজেটিভ হতে হবে। ইস্যু ম্যানেজার এবং রেজিস্টার দ্য ইস্যু আলাদা হতে হবে।

পাবলিক ইস্যু রুলে বাংলাদেশে ব্যবসা বা বিনিয়োগ কার্যক্রম পরিচালনাকারী ৯ ক্যাটাগরির প্রতিষ্ঠানের জন্য বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিং কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ রাখা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ডিএসইতে জিএমকে চাকরিচ্যুত

jibonস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহা-ব্যবস্থাপক (জিএম) জীবন চন্দ্র দাসকে চাকরিচ্যুত করা হয়েছে।

জীবন চন্দ্র দাস গনমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে চাকরিচ্যুত করে চিঠি দেওয়া হয়েছে। তবে কেন বা কি অপরাধে চাকরিচ্যুত করা হয়েছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। এই আদেশ ২৫ ডিসেম্বর থেকে কার্যকর বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ বিসয়ে তার মন্তব্য, একজন মানুষকে ফাঁসি দেওয়ার আগেও তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। অথচ কোনো অপরাধ না করেও আমাকে আত্মসমর্পণের কোনো সুযোগ দেওয়া হয়নি। যেখানে চাকরিচ্যুত করার ক্ষেত্রে কোনো আইন মানা হয়নি।

এ বিষয়ে ডিএসইর পক্ষ থেকে গনমাধ্যমকে ব্যাখ্যা দেওয়া হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

সাইফ পাওয়ারের শেয়ার বিক্রির ঘোষণা

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের একজন পরিচালক নিজের হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মো: রুহুল আমিন তরফদার নামের এই পরিচালক নিজ প্রতিষ্ঠানের ৫ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ৯৩ হাজার ২৯৩ টি শেয়ার রয়েছে।

ঘোষণানুযায়ী তিনি ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ফারইস্ট নিটিংয়ের বোনাস শেয়ার বিওতে দিল সিডিবিএল

fareastস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র থাতের কোম্পানি ফারইস্ট নিটিং এণ্ড ডায়িং ইন্ডাস্ট্রি লিমিটেডের ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

২৮ ডিসেম্বর সোমবার এ লভ্যাংশের শেয়ার শেয়ারহোল্ডারদের বিও (বেনিফিশীয়ারি ওনার্স) হিসাবে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. কাশেম ড্রাইসেলস
  3. বেক্সিমকো লি
  4. এসিআই লিমিটেড
  5. ইফাদ অটোস
  6. স্কয়ার ফার্মা
  7. এমারেল্ড অয়েল
  8. কেডিএস এক্সেসরিজ
  9. আলহাজ্ব টেক্সটাইল
  10. বিএসআরএম স্টিলস।

উভয়বাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচক কমলেও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২২ কোটি টাকা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনভর ডিএসইতে ৪১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার লেনদেন হয়েছিল ৩৩৩ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৯২পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৪ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল – বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো লি, এসিআই লিমিটেড, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল, কেডিএস এক্সেসরিজ, আল-হাজ্ব টেক্সটাইল এবং বিএসআরএম স্টিলস।

সোমবার সিএসইতে সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭ পয়েন্টে। সেখানে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল রবিবার ছিল ২০ কোটি টাকা।

দিনভর সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত ছিল ২৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রাজধানীতে তিনটি এজিএম

agmস্টকমার্কেট ডেস্ক :

শেয়াবাজারে তালিকাভুক্ত ৫টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। সোমবার ২৮ ডিসেম্বর রাজধানীতে তিনটি আর ২টি এজিএম হবে ঢাকার বাইরে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-হামিদ ফেব্রিকস লিমিটেড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডিকম অনলাইন, ফার্মা এইডস লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।

হামিদ ফেব্রিকস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ঢাকা পুরাতন এয়ারপোর্টের ট্রাস্ট মিলনায়তনে। জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গাজীপুরের মনিপুর, বিডিকম অনলাইন লিমিটেড ধানমণ্ডির এএমএম কনভেনশন সেন্টার, ফার্মা এইডস সেগুন বাগিচার কেন্দ্রীয় কঁচি কাচার মেলা অডিটরিয়াম, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড চট্টগ্রামের দ্য কিং অব চিটাগং কমিউনিউটি সেন্টারে নিজ প্রতিষ্ঠানের এজিএম আয়োজন করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রাজধানীতে জমি কিনবে প্রাইম লাইফ

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমেটেড রাজধানীতে ৭ কোটি টাকার ৩৮১ ডেসিমল জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ইন্স্যুরেন্সটি ঢাকায় শাহআলী থানায় গোড়ান চাটবাড়ী এলাকায় ৩৮১.৭৫ ডেসিমল জমি কিনবে। রেজিষ্ট্রেশন বা অন্যান্য ফি বাদে এ জমির মূল্য ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে এ জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ইসলামী লাইফ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জেমিনী সী ফুডের সন্দেহজনক লেনদেন

zeminiনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনী সী ফুড লিমিটেডের সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। বিষয়টি তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিএসইসির নেওয়া তদন্তের সিদ্ধান্তটি ডিএসইর মাধ্যমে বিনিয়োগকারীদের জানিয়ে হয়েছে।

এই বার্তায় বিএসইসি সূত্র জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জেমিনী সী ফুড লিমিটেডের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তদন্ত করা হবে। তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য ডিএসইতে দেওয়া হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ডেল্টা লাইফ
  4. এমারেল্ড অয়েল
  5. কাশেম ড্রাইসেলস
  6. এসিআই লি.
  7. কেপিসিএল
  8. আফতাব অটো
  9. কেডিএস এক্সেসরিজ
  10. সিঙ্গারবিডি ।