হেডেলবার্গ সিমেন্টের বোর্ড সভা আহবান

hedelস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সিমেন্ট খাতের কোম্পানি হেডেলবার্গ সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৪ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৫ ফেব্রুয়ারি

one bank-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৩ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. ইউনাইটেড পাওয়ার
  2. বিএসআরএম লিমিটেড
  3. সামিট পাওয়ার
  4. শাশা ডেনিমস
  5. আমান ফিড
  6. স্কয়ার ফার্মা
  7. বেক্সিমকো ফার্মা
  8. কাশেম ড্রাইসেলস
  9. এমারেল্ড অয়েল
  10. খুলনা পাওয়ার কোম্পানি।

শেয়ারবাজারে মূল্য সূচকের সামান্য উত্থান

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের বড় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থান হয়েছে। এদিন সিএসইতেও লেনদেন ও সূচকের উত্থান হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৪৭১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৬০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার।

এদিন বেশির ভাগ শেয়ারের দরই বেড়েছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১.৯৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৬.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৯ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, শাশা ডেনিমস, আমান ফিড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, কাশেম ড্রাইসেলস, এমারেল্ড অয়েল এবং খুলনা পাওয়ার কোম্পানি।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৯৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এদিন সিএসইতে মোট ৩০ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার সেখানে ২৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আলহাজ্ব টেক্সটাইল শেয়ার হস্থান্তরের ঘোষণা

alhazস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালকরা শেয়ার হস্থান্তরের ঘোষণা দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির পরিচালক হারুন অর রশিদ ৮৯,০০০ শেয়ার তার মাতা জোবেদা খাতুনের কাছে হস্তান্তর করবেন। তার হাতে কোম্পানির মোট ৯ লাখ ৮৯ হাজার ৯২০ টি শেয়ার রয়েছে।

উপহার স্বরুপ এসব শেয়ার আগামী ৩০ দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন করা হবে বলে ডিএসই সূত্রে জানা যায়।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

ডাচ-বাংলা ব্যাংকের বোর্ড সভা ২৩ ফেব্রুয়ারি

datch-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন সন্ধ্যা ৭ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

এইমস ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শুনানি ২৯ মার্চ

courtনিজস্ব প্রতিবেদক :

এইমস ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড বন্ধ করতে বিএসইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন গ্রহণ করেছে সর্বোচ্চ আদালত। এই রায়ের কার্যকারিতা স্থগিত করে বিএসইসিকে আপিলের অনুমতি দিয়ে ২৯ মার্চ শুনানির দিন রেখেছে আপিল বিভাগ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ স্থগিতাদেশ আদেশ দেয়।

বিএসইসির কৌসুঁলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, হাই কোর্টের ওই রায়ের কার্যকারিতা স্থগিত করে বিএসইসিকে আপিলের অনুমতি দিয়ে ২৯ মার্চ শুনানির দিন রেখেছে আপিল বিভাগ ।

এর ফলে দশ বছর সময় বেঁধে দিয়ে মেয়াদোত্তীর্ণ ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ড বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে বহাল থাকছে বলে জানান একরামুল হক।

২০১০ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক নির্বাহী আদেশে বলা হয়, ক্লোজড-এন্ড মিউচুয়াল ফান্ডের মেয়াদ হবে দশ বছর এবং যেসব ফান্ডের মেয়াদ দশ বছর পেরিয়ে গেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এই আদেশের পরও বিএসইসি একাধিকবার মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ায়।

এর পর ২০১৪ সালের ২৫ ও ২৬ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচ্যুয়াল ফান্ড) বিধিমালা, ২০০১ এর বিধি ৫০ (খ) অনুযায়ী, এইমস ও গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটহোল্ডারদের সভায় ফান্ড দুটির মেয়াদ সবোর্চ্চ অনুরূপ একটি মেয়াদের (১০ বছর) জন্য বর্ধিত করার পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

কিন্তু ইউনিটহোল্ডারদের সিদ্ধান্ত নাকচ করে বিএসইসি আগের নির্দেশনার ধারাবাহিকতায় ২০১৫ সালের ২৯ জুন অনুষ্ঠিত এক সভায় ওই বছরের ৩১ ডিসেম্বরের মধে্যে ফান্ড দুটির রূপান্তর/ অবসায়নের সিদ্ধান্ত নেয়।

ওই নির্বাহী আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের অন্যতম ইউনিট হোল্ডার আলী জামান গত বছরের সেপ্টেম্বরে রিট আবেদন করে। রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১৫ ডিসেম্বর হাই কোর্ট রায় দেয়।

রায়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি যে সিদ্ধান্ত দিয়েছে, তা এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অবৈধ ঘোষণা করা হয়।

এতে স্থগিতাদেশ চেয়ে বিএসইসি চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বিষয়ে উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়ে আবেদন নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়।

বিএসইসি, ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের (বিজিআইসি) করা তিনটি আবেদন ১৮ জানুয়ারি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

ওই দিন আপিল বিভাগ পক্ষগুলোকে স্থিতাবস্থা বজায় রাখতে বলে ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করতে বলে।

এ ছাড়া এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ড বন্ধ করার সিদ্ধান্ত অবৈধ ঘোষণার হাই কোর্টের রায়ের বিরুদ্ধে বিএসইসির করা লিভ টু আপিলে বিবাদী হিসেবে অন্তর্ভুক্তির জন্য আবেদন করে দুটি ফান্ডের ইউনিটধারী ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এসব আবেদন বৃহস্পতিবার তালিকায় ওঠে।

ব্র্যাক ব্যাংকের কৌসুঁলি এ এম আমিন উদ্দিনকে বলেন, আপিল বিভাগ বিএসইসি-এর লিভ টু আপিল মঞ্জুর করেছে।এর সঙ্গে বাংলাদেশ জেনারেল ইনসুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক যুক্ত হয়েছে। অন্যদিকে লিভ টু আপিলে বিবাদী ও হাই কোর্টে রিট আবেদনকারীর সঙ্গে পক্ষভুক্ত হয়েছে ক্ষুদ্র বিনোয়াগকারীরা।

আদালতে বিএসইসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যার্টনি জেনারেল একরামুল হক টুটুল, বিজিআইসির পক্ষে ছিলেন আইনজীবী এম. কামরুল হক সিদ্দিকী এবং ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

হাই কোর্টে রিট আবেদনকারী আলী জামানের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এইমস ওয়ানের ও গ্রামীণের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

সামিট অ্যালায়েন্সের বোর্ড সভার সময় পরিবর্তন

summitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত সেবা খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বোর্ড সভার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে বেলা তিন টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে বেলা আড়ায় টায় এ সভা হওয়ার কথা ছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আবেদন শুরু

bni-smbdনিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা বুধবার হতে শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী ১৭ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন জমা চলবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

এরআগে কোম্পানির আইপিও আবেদন ৩০ জুন শুরু হবার কথা থাকলেও তা স্থগিত করা হয়। তা ৯ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের আইপিও আবেদন করার সময় নির্ধারন করা হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪ তম সভায় উক্ত কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৬৫ পয়সা ।

আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির এফডিআর, ট্রেজারি বন্ড এবং আইপিওর কাজে ব্যয় করা হবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের বোর্ড সভা

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এদিন বেলা ৫ টায় নিজস্ব কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) ৩১ ডিসেম্বর ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় লভাংশ, এজিএম ডেট ও রেকর্ড ডেট বিষয়ক সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে