ম্যারিকো বাংলাদেশ’র নগদ লভ্যাংশ বিতরণ

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএনের মাধ্যমে শেয়ার বিনিয়োগকারীদের বিও একাউন্টে জমা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডে শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ১৭ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

নর্দার্ণ জুটের বার্ষিক বোর্ড সভা আহবান

northern-juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফেকচ্যারিং লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১০ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

পাট শিল্প খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.