সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :
সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। বাড়ছে কোম্পানির শেয়ারদর। প্রথম দুই ঘন্টায় দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আর একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এসময় সেখানে লেনদেন হয়েছে ১৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১২টা ৩ মিনিট পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০.১৬ পয়েন্ট বেড়ে ৫৯২৫ পয়েন্টে অবস্থান করছে। স্টক ডিএসই-৩০ সূচক ৮.৪৩ পয়েন্ট বেড়ে ২১১৯ পয়েন্টে অবস্থান করছে। আর আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৭৪ বেড়ে ১৩০৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এসময় লেনদেন ৩৫১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনকৃত ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার এ সময়ে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত ছিল ৫৩টির দর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৭.০৯ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৮৭ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হয়েছে ১৬ কোটি ৩০ লাখ  টাকার শেয়ার। সিএসইতে এ সময়ে লেনদেনকৃত ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ১০৯টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দর।
স্টকমার্কেটকবিডি.কম/এমএ/মোদক.

ন্যাশনাল ব্যাংকের বোনাস শেয়ার বিতরণ

national bankনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস শেয়ার বিও একাউন্টে জমা করা হয়েছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানির পরিচালনা বোর্ড।

গত ২৪ আগস্ট বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের স্ব স্ব বিও একাউন্টে ২০ শতাংশ বোনাস শেয়ার জমা করা হয়েছে। গত ২০ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর কোম্পানিটির রেকর্ড ছিল ৫ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক