নতুন মাইলফলকে সূচক : বাড়ছে শেয়ার কেনাবেচা

DSE LOGOনিজস্ব প্রতিবেদক :

বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ছয় হাজারের কোঠা স্পর্শ করে গড়েছে নতুন মাইলফলক। সপ্তাহের শেষ কার্যদিবসে সর্বোচ্চ ৬,০০৬ পয়েন্টে অবস্থান করছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এর গত বুধবার ডিএসইর সার্বিক সূচক ৫ হাজার ৯৭৩ ওঠেছিল। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় ৩৮০ কোটি টাকা বা ৯.১৪ শতাংশ বেড়েছে।

গত ২৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ৪ হাজার ৫৪৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৩৮০ কোটি টাকা বা ৯.১৪ শতাংশ। এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন ছিল মোট ৪ হাজার ১৬৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭.৩৮ শতাংশ বা ১.৩০ বেড়ে দাঁড়িয়েছে ৬,০০৬ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল  ৫,৮৮৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক ০.১১ শতাংশ বা ২.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৮ পয়েন্টে । যা এর আগে সপ্তাহে ছিল ২১১১ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক ১.২৬ শতাংশ বা ১৬.৪৮ বেড়ে দাঁড়িয়েছে ১৩২২ পয়েন্টে। যা গত সপ্তাহে ছিল ১৩০৫ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৬ দশমিক ০৭ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭ দশমিক ৫৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৯৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এ সপ্তাহে দর বেড়েছে ২০৩টি কোম্পানির। এর অাগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা বেড়েছে ২৭টি। এর আগের সপ্তাহে দর বেড়েছিল ১৭৬টি কোম্পানির।

এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা কমেছে ৩০টি। এই সপ্তাহে দর কমেছে ১১০টি কোম্পানির । এর অাগের সপ্তাহে দর কমেছিল ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। দর অপরিবর্তিত রয়েছে ২১টির। যা এর আগের সপ্তাহে ছিল ১৭টি। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

ওয়েষ্টার্ণ মেরিনের ৩ প্রান্তিকের বোর্ড সভা আহবান

westernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১২ সেপ্টেম্বর আগস্ট আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৬ সালের জুলাই হতে ২০১৭ সালের মার্চ পর্যন্ত ৯ তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রকৌশল খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা তিনটায় চট্টগ্রামে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় কোম্পানিটি তিন প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

ওইমেক্স ইলেক্ট্রোডের আবেদন শুরু : চলবে ৭ দিন

oiনিজস্ব প্রতিবেদক :

ওইমেক্স ইলেক্ট্রোড লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আজ। এরপর আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭ কার্যদিবস বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন। কোম্পানি সূত্রে এ তথ্যটি জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে, ওইমেক্সের আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস-২০১৫-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী এ আবেদন করতে হবে। এর আওতায় ফিক্সড প্রাইজ পদ্ধতির প্রথম আইপিও ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড।

এর আগে গত ৯ মে মঙ্গলবার কমিশনের ৬০৪তম সভায় আইপিওটি অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে মোট ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইপিওর মাধ্যমে উত্তোলিত এ অর্থ দিয়ে কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল ক্রয় করবে।

গত ৫ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ ইপিএস ছিল ২ টাকা ৩ পয়সা। আর ৩০ জুন ২০১৬ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের পরিমাণ এসেছে (এনএভি) ১৪ টাকা ৮৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/শুভ