২০১৮-১৯ বাজেট হবে সাড়ে চার লাখ কোটি টাকার: অর্থমন্ত্রী

muhitবিশেষ প্রতিবেদক :

আগামী অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ওই বাজেটে সাধারণ মানুষের সুযোগ সুবিধা আরও বাড়ানো হবে।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-৩, ঢাকা কর্তৃক আয়োজিত আয়কর ক্যাম্প উদ্বোধন ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। ফলে ২০২৪ সালের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে। এ সময়ের মধ্যে দারিদ্র্যের হার সাত শতাংশে নামিয়ে আনা হবে।’

অর্থমন্ত্রী এনবিআরকে করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়ে বলেন, ‘মানুষ যাতে কর দিতে গিয়ে কোনও ধরনের হয়রানির শিকার না হন। পরিবেশ সৃষ্টি করতে না পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, কর অঞ্চল-৩, ঢাকার কর কমিশনার নাহার ফেরদৌসি বেগম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

আট নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করল উইমেন চেম্বার

picবিশেষ প্রতিবেদক :

দেশের প্রতিটি বিভাগের একজন করে নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করেছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আজ মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা বিভাগ থেকে এবার সাবা করিম পলি, চট্টগ্রাম থেকে মিনার বেগম, রাজশাহী থেকে হাসনে আরা সুচি, খুলনা থেকে সুরাইয়া পারভিন, সিলেট থেকে সুফিয়া ইকবাল খান, বরিশাল থেকে সাবিনা ইয়াসমিন, রংপুর থেকে জিনিয়া হাসনাত জুঁই, ময়মনসিংহ থেকে আইনুন নাহার পুরস্কৃত হয়েছেন।

ওমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস উল ইসলাম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

নাহি অ্যালুমিনাম নিয়ে বিবিএস ক্যাবলসের স্বপ্নে বিভোর আইপিও ব্যবসায়ীরা

Nahiনিজস্ব প্রতিবেদক :

নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ চলছে। আগ্রহী বিনিয়োগকারী ব্রোকার হাউজগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তাদের আবেদন পত্র নিয়ে। এই কোম্পানিকে নিয়ে আগ্রহের শেষ নেই আইপিওধারীদের। একই মালিকানাধীন হওয়ায় এই কোম্পানির শেয়ারে ভালো লাভ হবে বলে আত্মবিশ্বাসী তারা।

আবেদন চলাকালীন সময়ে এসব শেয়ার ব্যবসায়ীদের কথা হয় স্টকমার্কেটবিডির সাথে। তাদের মতে, গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লাভ করে তারা বিবিএস ক্যাবলসের আইপিও শেয়ারে। প্রথম দিনেই ১০ টাকার শেয়ার ৯০ টাকায় লেনদেন করতে পারা আইপিও ব্যবসায়ীদের জন্য আশা জাগিয়ে ছিল এই কোম্পানি।

৬৫টি বিও হিসাব পরিচালনা করেন ইমরান নামে এক বিনিয়োগকারী বলেন, তিনি ব্যাংকের জবের পাশাপাশি আইপিও আবেদন করেন। লটারিতে তেমন শেয়ার তিনি পান না। বিও হিসাব ফি দিতে গিয়ে নিজেকে ভর্তুকি দিতে হয়। আইপিও কোম্পানির শেয়ার দর ভালো না পাওয়ায় এটা হয়েছে। হঠাৎ করে বিবিএসের শেয়ার ১৩০ টাকার উপরে বিক্রি করে তিনি আবার যেন প্রাণ ফিরে পেয়েছেন। নাহির সবগুলো আবেদনই তিনি করতে চান তিনি।

একাধিক বিনিয়োগকারী বলেন, নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল ও বিবিএস ক্যাবলস একই মালিকাধীন কোম্পানি। এজন্য নাহির আইপিও আবেদনে ভালো সাড়া পড়বে। অনেক কোম্পানি লেনদেন শুরুর ২/৩ দিন পরেই দর কমতে শুরু করে। কিন্তু বিবিএস ক্যাবলস ৮৫ টাকায় লেনদেন শুরু করে এখন তা ১৫০ টাকায় উঠেছে। এখনও ভালো উদ্দোক্তাদের কোম্পানির শেয়ারের অনেক চাহিদা রয়েছে বলেন মন্তব্য করেন তারা।

গত ২৪ সেপ্টেম্বর হতে নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের আইপিও আবেদন জমা নেওয়া শুরু হয়। অনুমোদিত হাউজগুলোতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিনিয়োগকারীরা এ আবেদন করতে পারবেন।

নাম প্রকাশের অনিচ্ছুক ট্রেডাররা বলেন, নাহি অ্যালুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের আবেদন বিবিএস ক্যাবলসকে ছাড়িয়ে যাবে। প্রথম দিকেই অনেক আবেদন জমা পড়েছে। একই উদ্দোক্তার তিন কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত। সবগুলো নতুন কোম্পানি হলেও মন্দাবাজারেও এই মালিকের কোনো শেয়ারের দরই খারাপ না।

কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। এসব শেয়ারের দর আসে ১৫ কোটি টাকা। আবেদন কারীদের প্রতি লটের জন্য ৫০০০ টাকা জমা দিতে হবে।

সূত্রটি জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/