1. স্কয়ার ফার্মা
  2. ড্রাগন সোয়েটার
  3. গ্রামীন ফোন
  4. ইফাদ অটোস
  5. শেফার্ড ইন্ডাস্ট্রিজ
  6. ন্যাশনাল টিউবস
  7. সিটি ব্যাংক
  8. বিডি থাই
  9. ইউনাইটেড পাওয়ার
  10. লংকা বাংলা ফাইন্যান্স।

ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সূচকের মিশ্র অবস্থায় ছিল। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬০৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করে ২২৩৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৪টির। আর দর অপরিবর্তিত আছে ৩১ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ড্রাগন সোয়েটার, গ্রামীন ফোন, ইফাদ অটোস, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টিউবস, সিটি ব্যাংক, বিডি থাই, ইউনাইটেড পাওয়ার ও লংকা বাংলা ফাইন্যান্স।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩৮৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ২৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৮ কোটি ৫৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও সাউথইষ্ট ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

জাহিন টেক্সটাইলের বোর্ড সভা আহবান

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর উত্তরায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আনোয়ার গ্যালভানাইজিংয়ের বোর্ড সভা ২২ জানুয়ারি

Anwar-Galva-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩টায় রাজধানীর মতিঝিলে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

মিরাকল ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২১ জানুয়ারি

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ১২টায় রাজধানীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

তিন সিকিউরিটিজকে জরিমানা ও একটিকে সতর্কপত্র ইস্যু

bsecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আইন ভঙ্গের দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার হ্যাক সিকিউরিটিজ, ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টস ওহেদায়েতউল্লাহ সিকিউরিটিজকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে হেদায়েতউল্লাহ সিকিউরিটিজের অনুমোদিত প্রতিনিধি হাসান মাহমুদকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের ৬২৪তম নিয়মিত সভায় এইসিদ্ধান্ত নেওয়াহয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সমন্বিত গ্রাহক হিসাবে ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮এ(১) এবং ৮এ(২) লংঘন করেছে হ্যাক সিকিউরিটিজ। এছাড়া কর্মচারীর আত্মীয়ের নামে হিসাব পরিচালনা ও ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্মেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৩১, নগদ হিসাবে মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে মার্জিণ রুলস, ১৯৯৯ এর সেকশন ৩(১) এবং অনুমোদিত সীমার অতিরিক্ত মার্জিন ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১৩৫ লংঘন করা হয়েছে। এসব অনিয়মের কারনে সিকিউরিটিজ হাউজটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টস থেকে গ্রাহকদের ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/এসআরএমআইডি/৯৪-২৩১/১৬৪০ লংঘন করা হয়েছে। এই অনিয়মের কারনে ডাইনামিক সিকিউরিটিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হেদায়েতউল্লাহ সিকিউরিটিজে ‘জেড’ ক্যাটাগরির শেয়ারে নেটিং সুবিধা প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশ নং- এসইসি/এসআরএমআইডি/৯৪-২৩১/১৬৪০ লংঘন করা হয়েছে। এক্ষেত্রে সিকিউরিটিজ হাউজটিকে ১ লাখ টাকা ও প্রতিষ্ঠানটিরঅনুমোদিত প্রতিনিধি হাসান মাহমুদকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

এনভয় টেক্সটাইলের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

envoyনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের ১৫০ কোটি টাকার জিরো কুপন বন্ডের বন্ড প্রস্তাব নুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬২৪ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৫ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করছে ইবিএল ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এলপি গ্যাস বাজারজাতকরণে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৩০ কোটি টাকার আইপিও অনুমোদন

intracoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এলপি গ্যাস বতলজাতকরণ ও বাজারজাতকরণে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ৩০ কোটি টাকার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করে এই পরিমাণ অর্থ নিবে।

৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে সম্মিলিতভাবে ১.৪৩ টাকা এবং সমন্বিতভাবে ১৩.৮৭ টাকা।

আর ৩০ জুন ২০১৭ পর্যন্ত ইপিএস হয়েছে সমন্বিতভাবে ১ টাকা ৩৬ পয়সা এবং এককভাবে ২৮ পয়সা।

উল্লেখ, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এই অর্থ কোম্পানিটি এলপি গ্যাস বতলজাতকরণ ও বাজারজাতকরণ প্রকল্পে ও আইপিও ব্যবস্থাপনাবাবদ ব্যয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

একজন সচিবকে ঘুষের প্রস্তাব দেয় চায়না হারবার : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

একজন সচিবকে ঘুষের প্রস্তাব দেওয়ায় চায়না হারবার কোম্পানি কালো তালিকাভুক্ত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে তারা আর কোনো কাজ করতে পারবে না।

ওই কোম্পানিটির অধীনে যেসব কাজ চলমান রয়েছে সেগুলোর বিষয়েও বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের (বিডিএফ) সংবাদ সম্মেলনে সোমবার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ফোর লেন প্রকল্পে চীন অর্থায়ন করবে না, ব্ল্যাক লিস্টে দিয়েছে। এই প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করবে সরকার।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এনেট ডিক্সনের সাক্ষাৎ শেষে চায়না হারবার কোম্পানিকে কালো তালিকাভুক্তির কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, তারা (চায়না হারবার) সচিবকে প্রস্তাব করেছিল এবং তিনি আমাদের জানিয়েছেন। পরিমাণ নির্দিষ্ট করে বলতে না পারলেও মুহিত বলেন, ৫০ লাখ কিছু হবে বলে জানান মুহিত।

এই কোম্পানি কী এখন ব্ল্যাক লিস্টেড-এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ব্ল্যাক লিস্টেড। অফকোর্স। অন্য কোনো কাজ করতে পারবে কিনা- জানতে চাইলে এমএ মুহিত বলেন, নো, দে ক্যান নট।

‘তারা কিছু কাজ পেয়েছে, সেটাও দেখা যাক কী করা যায়। নরমালি নিয়ম হলো যে ব্ল্যাক লিস্টেড, মিনস ব্ল্যাক লিস্টেড।’

কেন প্রস্তাব করেছিল, কাজ পাওয়ার জন্য, না টাকা বাড়ানোর জন্য- সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, কাজ তো হয়ে গেছে। পেয়ে গেছে তারা। দে আর অ্যাওয়ার্ডেড।

তাহলে সেটা কি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য- জানতে চাইলে তিনি বলেন, না।

‘এটা আমার জাস্ট মনে হয় খুশি রাখা। কাজে চুরি করবে।’ যোগাযোগ সচিবকে প্রস্তাব করেছিল- প্রশ্নে মন্ত্রী বলেন, হ্যাঁ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

১৮ হাজার ৪৮৩ কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

১৮ হাজার ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ১৪ প্রকল্পের অনুমোদনের কথা সাংবাদিকদের জানান।

দেশের ৩০০ সংসদীয় এলাকার প্রত্যেকটিতে ১০টি করে মোট ৩ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সার্বজনীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও ‘ফিমেল সেকেন্ডারি বৃত্তি’ কর্মসূচি চালুর কারণে মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় তাদের জন্য অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। ১০ হাজার ৬৪৯ কোটি টাকার প্রকল্পটি ২০২০ সালের জুনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। প্রকল্পটি একনেক সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ