অ্যাপে সিএনজি সেবা চালু করলো ‘হ্যালো রাইড শেয়ারিং’

helloস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকার ‘রাইড শেয়ারিং নীতিমালা-২০১৭’ খসড়া অনুমোদনের পরদিনই অ্যাপ সেবায় সিএনজি অটোরিকশা অন্তর্ভুক্তির ঘোষণা এল। আজ থেকে পরীক্ষামূলকভাবে অ্যাপে সিএনজি চলবে এবং আগামী মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে টপ আই আই নামের একটি প্রতিষ্ঠান ‘হ্যালো রাইড শেয়ারিং’ নামে অ্যাপ চালুর ঘোষণা দেয়। যদিও গত বছরের শেষ দিকেই তারা বলে এ সেবা চালুর কথা বলে আসছিল।

টপ আই আইয়ের কমিউনিকেশন ডিরেক্টর রোকেয়া প্রাচী সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন। সেখানে বলা হয়, ২০১৫ সালেই তাঁরা এ ধরনের সেবা চালুর পরিকল্পনা করেন। আজ থেকে মোবাইল ফোন ব্যবহারকারীরা ‘হ্যালো অ্যাপ’ ডাউনলোড করে সুবিধা নিতে পারবেন। এ ছাড়া চালকেরাও রেজিস্ট্রেশন করতে পারবেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সেবা পরীক্ষামূলকভাবে চলবে। এরপরে ১ মার্চ থেকে তা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেবা পাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রামে। প্রতিষ্ঠানটি ৫০০ সিএনজি অটোরিকশার চালককে প্রশিক্ষণ দিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাদের অ্যাপটির বাংলাও করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা আহবান

bsclস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৮ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইনভেষ্টমেন্ট কর্পোরেশনের বোর্ড সভা ২৪ জানুয়ারি

icbস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ঢাকায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের পর পরীক্ষার্থীদের উল্লাস। রাষ্ট্রমালিকানাধীন আট ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে জরুরি সভা করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগের দায়িত্বে থাকা ব্যাংকার্স সিলেকশন কমিটি, ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা এ সিদ্ধান্ত নেন।

বাংলাদেশ ব্যাংকের ডাকা ওই সভায় পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনটি সিদ্ধান্ত দিয়ে সভা শেষ হয়। প্রথমত, পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তৃতীয়ত, এরপর সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কী প্রক্রিয়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ফেসবুকের লোকসান ৩৩০ কোটি ডলার

face-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

বছরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুককে আরও বন্ধুত্বপূর্ণ করে তোলার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। ব্র্যান্ড, ব্যবসা ও মিডিয়ার পেজগুলোর পোস্ট কমিয়ে বন্ধুদের দেওয়া স্ট্যাটাস, মন্তব্য, ভিডিও বেশি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক। এতে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ বাড়বে, এমনটা মনে করেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ ব্যাপারে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে গত বৃহস্পতিবার একটি স্ট্যাটাসও দেন তিনি।

আর ওই স্ট্যাটাস কাল হয়ে দাঁড়াল। জাকারবার্গ ওই ঘোষণা দেওয়ার পর এক দিনেই পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম ৪ শতাংশ কমে যায়। আর তাতে ফেসবুকের লোকসান হলো প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার।

তবে এমন কিছু যে হতে চলেছে তা আগেই জানতেন জাকারবার্গ। তিনি তাঁর স্ট্যাটাসে এ বিষয়ে বলেছিলেন, ‘নিউজফিডে পরিবর্তন এলে আপনারা ব্যবসা, ব্র্যান্ড ও মিডিয়ার পোস্ট কম দেখতে পাবেন। কিন্তু আমি জানি এতে মানুষ ফেসবুকে কম সময় ব্যয় করবে, যা বেশ কিছু বিষয়ে প্রভাব ফেলবে। তবে মানুষ যতটুকু সময়ই ফেসবুক ব্যবহার করবে, সে সময়টা যেন ভালো কাটে, সেটা আমরা নিশ্চিত করব।’

ফেসবুকের হঠাৎ এমন লোকসানের খবরে আঁতকে উঠেছেন এর অংশীদারেরা। তবে ফেসবুক এখনো প্রায় ৫২০ কোটি ডলারের বিশ্বের সবচেয়ে মূল্যবান সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান। সেই সঙ্গে মার্ক জাকারবার্গ এখনো পৃথিবীর শীর্ষ দশ ধনীর একজন।

স্টকমার্কেটবিডি.কম/

 

  1. ড্রাগন সোয়েটার
  2. স্কয়ার ফার্মা
  3. সিটি ব্যাংক
  4. ন্যাশনাল ব্যাংক
  5. শাহজালাল ব্যাংক
  6. বিডি থাই
  7. ইফাদ অটোস
  8. ইউনাইটেড পাওয়ার
  9. গ্রামীন ফোন
  10. ন্যাশনাল টিউবস লিমিটেড।

সূচকের বড় উত্থানে কমেছে দিনের লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন সব ধরণের সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১২৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৯ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৪৭ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৬ কোটি ১৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৪১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫০টির। আর দর অপরিবর্তিত আছে ৪৩ টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ড্রাগন সোয়েটার, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ব্যাংক, বিডি থাই, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, গ্রামীন ফোন ও ন্যাশনাল টিউবস লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪০৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৫৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৭২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেশি হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মা ও ড্রাগন সোয়েটার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এনআরবিসি ব্যাংকের ৫০০ কোটি টাকার আমানত তুলে নিল সরকার

nrbbস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঋণ-সংক্রান্ত অনিয়ম ও বিভিন্ন ধরনের জালিয়াতি ইস্যুতে দীর্ঘদিন ধরে সঙ্কটের মধ্যে রয়েছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক। আর এসব কারণে গত ৩ মাসে ব্যাংকটি থেকে পাঁচশ’ কোটি টাকার সরকারি আমানত তুলে নেয়া হয়েছে।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ব্যাংকটির নতুন চেয়ারম্যান তমাল এসএম পারভেজ ওই আমানত তুলে নেয়ার কথা জানান। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কাজী মো. তালহা উপস্থিত ছিলেন।

এনআরবিসির চেয়ারম্যান বলেন, ইমেজ সঙ্কটের কারণে গত ৩ মাসে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পাঁচশ’ কোটি টাকার সরকারি আমানত চলে গেছে। তবে সম্প্রতি সামান্য কিছু ইমেজ সঙ্কট তৈরি হয়, যার ফলে পাঁচশ’ কোটি টাকার মতো সরকারি আমানত চলে যাওয়ার পরও জনগণের আমানত কমেনি। বর্তমানে আমাদের আমানত রয়েছে চার হাজার সাতশ’ কোটি টাকা।

তিনি বলেন, যে উদ্দেশ্যে আমাদের এ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল আমরা শিগগিরই সেই উদ্দেশ্য বাস্তবায়ন করব। বিদেশি বিনিয়োগ নিয়ে আসব। নতুন ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম ১৯ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ আনব। এছাড়া শিগগিরই প্রবাসীদের জন্য নতুন সেবা তৈরি করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তমাল এসএম পারভেজ বলেন, পরিচালকদের সরাসরি নেয়া ঋণের একশ কোটি টাকা ফেরত এসেছে। এ কারণেই আমেদের খেলাপি ঋণের পরিমাণ কমেছে। যাদের ঋণ দেয়া হয়েছিল তারা ভালো প্রতিষ্ঠান। নিয়মিত ঋণ পরিশোধ করছে। আমাদের ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমাণ দুই শতাংশের কম।

আগামী ছয় মাসে পরিচালকদের সরাসরি নেয়া ঋণের আরো দেড়শ’ কোটি টাকা ফেরত আনা হবে। আর ২০১৯ সালের পর পরিচালকদের কোনো ঋণ থাকবে না বলে তিনি জানান।

বর্তমানে ব্যাংকের ৫৭ জন শেয়ারহোল্ডর আছেন উল্লেখ করে এনআরবিসির চেয়ারম্যান বলেন, এখানে বেনামে কেউ নেই। আমাদের স্পন্সর শেয়ারহোল্ডাররা বিদেশ থেকে আমানত এনেছেন। আমি নিজেও আমানত আনছি। আমরা এখনও জনগণের আস্থা হারায়নি।

প্রসঙ্গত, অনিয়ম ও দুর্নীতির ১০টি গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় নতুন প্রজন্মের এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এর পরেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। গত বছরের ডিসেম্বরে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেন। পরিচালনা পর্ষদের সব কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে। ব্যাংকের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলীকে সরিয়ে নতুন দায়িত্ব দেয়া হয়েছিল তমাল এসএম পারভেজকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ জানুয়ারি) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে দেশের শেয়ারবাজারে লেনদেন চলছে।

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে এদিন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। তবে সকাল ১১টা ৭ মিনিটের পর থেকে সূচক বাড়তে শুরু করে।

যা অব্যাহত ছিলো সকাল সাড়ে ১১টা পর্যন্ত। এরপর আবারও শেয়ার বিক্রির চাপে সূচকের পতন শুরু হয়। যা দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত ছিলো।

এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএস-৩০ মূল্যসূচক ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩০ পয়েন্ট এবং ডিএসইএক্স শরিয়াহ সূচক ৩ দশমিক ৭৯পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এসময় ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৭টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। এতে ডিএসইর লেনদনে হয়েছে ১২৩কোটি ৮১ লাখ ২৪ হাজা টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকআগের কার্যদিবসের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। এই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৪কোটি ৪৯ লাখ ৯০ হাজার ১৯০ টাকা।

এসময় সিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির,কমেছে ৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারেরদাম।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/টিএস

ওসমানিয়া গ্লাসের বোর্ড সভা ২১ জানুয়ারি

osmaniaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ জানুয়ারি আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় বন্দরনগরীতে নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ