আইন ভঙ্গের দায়ে এম সিকিউরিটিজকে ১০ লাখ টাকা জরিমানা

bsecস্টকমার্কেটবিডি ডেস্ক :

নানা অনিয়ম ও আইন ভঙ্গের অপরাধে ঢাকা স্টক এক্সচেঞ্জের এম সিকিউরিটিজ লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

হাউজটি যেসব আইন লঙ্ঘন করেছে তা নিম্নে বর্ননা করা হলো:

ক) সমন্বিত গ্রাহক হিসাব এ ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর বিধি ১১; দ্বিতীয় তফসিল এর আচরণ বিধি ১ ও ৬ লঙ্ঘন।

খ) সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা,২০০০ এর দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ এর লঙ্ঘন।

গ) ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে মার্জিন রুলস,১৯৯৯ এর লঙ্ঘন।

ঘ) পর্যাপ্ত ব্যালেন্স না থাকা সত্ত্বেও কর্মচারীদের আত্মীয়দের অর্থ প্রদান করার মাধ্যমে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার,স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিল এর আচরণবিধি ১ ভঙ্গ করেছে।

ঙ) জেড ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীকের ঋণ প্রদানের মাধ্যমে কমিশনের নির্দেশনার লঙ্ঘন।

চ) হিসাব খোলার ফরম যথাযথভাবে পূরণ ছাড়াই সংরক্ষন করার মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এবং সিডিবিএল এর আইনের লঙ্ঘন।

উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে হাউজটিকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

৫ ব্যাংকের স্থগিত নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থগিত হওয়া রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের পরীক্ষা বাদে অন্য পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা আগামী ১২ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েব সাইটে পাওয়া যাবে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান এ কথা জানিয়েছন।

তিনি বলেন, “এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, পরীক্ষা যথাসময়েই হবে।”

তিনি আরও বলেন, “আদালতের নিষেধাজ্ঞার কারণে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টিসহ মোট ৯৭১টি পদের নিয়োগ স্থগিত থাকবে। কিন্তু বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদসহ মোট ৬৯২ পদের নিয়োগ পরীক্ষা হবেই।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

সেফটি নেট কর্মসূচিতে আরো ২৪৫ মিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক

worldস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বব্যাংক বাংলাদেশের সেফটি নেট কর্মসূচির স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে আরো ২৪৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। মঙ্গলবার এ বিষয়ে সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাইমিয়াও ফান তাদের স্ব স্ব পক্ষে স্বাক্ষর করবেন।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানান, এই অর্থ সহায়তা প্রদান করায় বাংলাদেশে সেফটি নেট কর্মসূচিতে বিশ্বব্যাংকের মোট ঋণ সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৯ সালের ৩০ জুন এই প্রকল্প কাজ শেষ হবার কথা।

বিশ্বব্যাংকের সহযোগী ঋণদান সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই ঋণ দিচ্ছে। সুদমুক্ত এই ঋণ ছয় বছর গ্রেসপিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। তবে শুধুমাত্র শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ নেয়া হবে।

সরকার সারা দেশে দরিদ্র এবং অতিদরিদ্র লোকদের সহায়তা প্রদানে কয়েকটি সেফটি নেট কর্মসূচি বাস্তবায়ন করছে। দরিদ্র জনগোষ্ঠীর জন্য নেয়া বাস্তবায়নাধীন এ সকল সেফটি নেট কর্মসূচিতে বিশ্বব্যাংক অর্থ সহায়তা করছে। দেশের ৯০ লাখ দরিদ্র লোক এই কর্মসূচির সুফল পাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ফারমার্স ব্যাংকের চিশতীর গ্রেপ্তার দাবিতে দুদক কার্যালয় ঘেরাও

Untitled-120180103172554স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসরকারি ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা মাহাবুবুল হক চিশতীকে গ্রেপ্তার এবং তার বিচারের দাবিতে ময়মনসিংহের দুর্নীতি দমন কমিশন কার্যালয় ঘেরাও করা হয়েছে।

এই দাবিতে বুধবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সড়ক অবরোধ, অবস্থান ও মিছিল করেছেন স্থানীয়রা। কর্মসূচি চলাকালে ময়মনসিংহ-জামালপুর সড়কে শত শত যানবাহন আটকা পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

দুদকের ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামপ্রসাদ রামু জানান, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হক চিশতীর নামে দুদকে একটি মামলা চলমান আছে। আন্দোলনকারীরা না বুঝেই এসব করছেন।

তিনি আরও জানান, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করার এখতিয়ার না থাকলেও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন তিনি। আশ্বাস পেয়ে তারা চলে গেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। অবরোধ চলাকালে ময়মনসিংহ-জামালপুর সড়কে শত শত যানবাহন আটকে যায়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা

jute-mil-20180109164904স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বকেয়া বেতন-মজুরি পরিশোধসহ অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের জন্য পে-কমিশনের ন্যায় একই তারিখ হতে মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদ।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের আওতাধীন ২৬টি প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৮৫ হাজার শ্রমিক-কর্মচারীসহ পাট ও পাট শিল্প পুনরায় গভীর সংকটে নিমজ্জিত। শ্রমিক-কর্মচারীরা সময়মত তাদের মজুরি-বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে।

এ সময় তারা বিজেএমসির আওতাধীন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের জন্য মজুরি কমিশন ঘোষণাসহ ১১ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ২০ শতাংশ মহার্ঘভাতার অপরিশোধিত বকেয়া এককালীন পরিশোধ, উৎপাদন বিভাগের শ্রমিকদের আগের মতো ৫০২ নম্বর সার্কুলার অনুযায়ী মজুরি প্রদান, স্ব-স্ব পাটকলে সেট আপের অনুকূলে শূন্য পদের বিপরীতে জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, অবসর ও চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পিএফ ও গ্রাচ্যুইটি পরিশোধ ইত্যাদি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, কার্যকারি আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব মাহবুবুল আলম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

একনেকে ১২,৫২৪ কোটি টাকার ১৪ প্রকল্পের অনুমোদন

ecnec-smbdস্টকমার্কেট প্রতিবেদক :

১২ হাজার ৫২৪ কোটি ৭৪ লাখ টাকার ১৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠবে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৫ হাজার ২৩৭ কোটি ৩৮ লাখ টাকার ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্প, ১ হাজার ৯৯০ কোটি ৯৬ লাখ টাকার ‘পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন’ প্রকল্প, ১ হাজার ৯২৫ কোটি টাকার ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ (২য় প্রকল্প)’ ও ৬১২ কোটি ৬৯ কোটি টাকার ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ প্রকল্প।

একনেক সভা পরবর্তী প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

রোহিঙ্গা ইস্যু পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়ছে : শাহজাহান কামাল

sahjahanস্টকমার্কেট প্রতিবেদক :

মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন বাংলাদেশের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

মঙ্গলবার বিকেলে দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, রোহিঙ্গাদের আগমনে দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য বান্দরবান, কক্সবাজারসহ সংলগ্ন এলাকার পর্যটন শিল্পের উপর বিরূপ প্রভাব পড়ছে। তবে পর্যটকদের নির্বিঘ্নে চলা-ফেরার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে। তাছাড়া দেশের পর্যটন গন্তব্যে পর্যটকদের ভ্রমণে আকৃষ্ট করার জন্য প্রচার-প্রচারণাসহ নানা ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে।

সরকারি দলের আরেক সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ফলে বাংলাদেশে পর্যটক আগমনের সংখ্যা প্রতি বছরই বাড়ছে।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২০১৫ সালে বাংলাদেশে মোট ভ্রমণকারীর সংখ্যা ছিল ৬ লাখ ৪৩ হাজার ৯৪ জন, ২০১৬ সালে এ সংখ্যা বেড়ে ৭ লাখ ১৬ হাজার ৭২৮ জনে দাঁড়িয়েছে। এসব পর্যটকদের বেশিরভাগই ভারত, চীন, জাপান, নেপাল, শ্রীলংকা, ভুটান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড ইত্যাদি দেশের নাগরিক।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

কারখানা সংস্কার করে উৎপাদনে আসছে লিগ্যাসী ফুটওয়ার

legaciস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়ারের কারখানা সংস্কার কাজ শেষ করে আগামীকাল হতে উৎপাদন শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে দ্রুতই সমাপ্ত করে জানুয়ারি মাসেই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল।

কোম্পানিটি কারখানা সংস্কার, মেশিনারিজ মেরামত ও আনুসাঙ্গিক কিছু কাজ সম্পন্ন করেছে। এসব কাজের শেষ করেছে কোম্পানিটির মালিক পক্ষ।

পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগলেও তারা ১০ জানুয়ারির মধ্যে এসব কাজ ১০০ ভাগ শেষ করতে পারবে বলে শেয়ারহোল্ডারদের জানায়।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

কন্যাকে রতনপুর স্টিলের শেয়ার দিবে বাবা

RSRMস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল মিলস লিমিটেডের একজন স্পন্সর নিজের হাতে থাকা শেয়ার তার কন্যাকে হস্তান্তর করা ঘোষণা করেছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

মিসেস শামছুন্নাহার রহমান নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালক হাতে থাকা ১০ লাখ শেয়ার তার কন্যা মদিনাতুন্নাহারকে প্রদান করবেন। তার হাতে মোট ৬৮,৮২,৪০২টি শেয়ার রয়েছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার উপহার স্বরূপ হস্থান্তর করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

  1. ড্রাগন সোয়েটার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. প্যারামাউন্ট টেক্সটাইল
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. লাফার্জ সুরমা সিমেন্ট
  7. ন্যাশনাল টিউবস
  8. ইফাদ অটোস
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. গ্রামীন ফোন লিমিটেড।