যুক্তরাষ্ট্রের কারণে ডব্লিউটিও অকার্যকর হতে চলছে : বাণিজ্যমন্ত্রী

japan-20180228122653 স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করছে না। এ কারণে ডব্লিউটিও আজ অকার্যকর হতে চলেছে।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচই হাইরোয়াসু ইজুমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিয়ামত পর্যন্ত শর্ত পূরণ করে গেলেও যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে না। আমরা এ সুবিধা চাইও না।

তিনি বলেন, অচিরেই বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। এ অবস্থায় জিএসপি সুবিধার প্রয়োজন নেই। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র অল্প পণ্যে এ সুবিধা দিতো। তাই নতুন করে যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা চাইবো না, প্রত্যাশাও করি না।

তোফায়েল বলেন, উন্নয়নশীল দেশ হওয়ার পর ইউরোপিয়ান ইউনিয়নসহ বিভিন্ন দেশ আমাদের জিএসপি প্লাস দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, জাপান অস্ত্র ও হ্যান্ডস গ্লোভ ছাড়া সব পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়। দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উত্তরোত্তর বাড়ছে। আশা করি অল্পদিনের মধ্যেই জাপানেও ২ বিলিয়ন ডলার রফতানি হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসটি

নাম পরিবর্তন করেছে কাশেম ড্রাইসেলস

qasem 1স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলস লিমিটেড আগের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে “কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড”। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরো জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা বোর্ড কাশেম ড্রাইসেলসের নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে।

কোম্পানিটির আগের ট্রেডিং কোড ছিল “QSMDRYCELL”। এখন নতুন করে ট্রেডিং কোড হবে “QUASMIND”। কোম্পানিটি আগামীকাল ১ মার্চ থেকে নতুন নামে লেনদেন করবে।

কোম্পানিটি ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

সায়হাম টেক্সটাইলের ৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, জনাব এস.এফ.এ.এম শাহজাহান নামে এই পরিচালক কোম্পানিটির ৫ লাখ শেয়ার কিনলেন।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

মিরাকল ইন্ডাস্ট্রিজের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

miracleস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনাব রফিকুল মোর্শেদ নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১১,৬৭,৭৫১ টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

১ মার্চ থেকে নতুন নামে লাফার্জ সুরমা

Lafarge-Surma-Cement smbdস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড আগের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে “লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরো জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা বোর্ড লাফার্জ সুরমার নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে।

কোম্পানিটির আগের ট্রেডিং কোড ছিল ” LAFSURCEML”। এখন নতুন করে ট্রেডিং কোড হবে “LHBL”। কোম্পানিটি আগামীকাল ১ মার্চ থেকে নতুন নামে লেনদেন করবে।

কোম্পানিটি ট্রেডিং কোড পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

প্রাইম ইন্স্যুরেন্সের এজিএমের ভেন্যু পরিবর্তন

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু পরিবর্তন করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজধানী মিরপুরে পিএসসি কনভেনশন সেন্টারের পূর্বনির্ধারিত দিনে এই সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে এই ভেন্যু রাজধানী ঢাকা ক্লাবে করার ঘোষণা দেয়।

সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

আগামী ২৯ মার্চ কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ৬ মার্চ ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

গ্লাক্সো স্মিথক্লিনের নগদ লভ্যাংশ ঘোষণা

glaxo-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লাক্সো স্মিথক্লিন লিমিটেড পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্বনিত আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৫৬ পয়সা। যা গত বছরে ছিল ৫৩ টাকা ৫১ পয়সা।

আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১৮ টাকা ৩৫ পয়সা। যা গত বছরে ২১৪ টাকা ৬৫ পয়সা ছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ২১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

৭.০৮ কোটি টাকার ফ্লোর স্পেস কিনবে হাওয়াল টেক্সটাইল

hawelস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়াল টেক্সটাইল লিমিটেড ঢাকার কুড়িলে মোট ৭.০৮ কোটি টাকার একটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আলামিন আইকোন সেন্টারের ৮ তলায় অবস্থিত ৫,৯০০ স্কয়ার ফুটের ফ্লোর কিনবে। প্রতি বর্গফুট ফ্লোরের দাম পড়বে ১২ হাজার টাকা করে।

মোট ৭ কোটি ৮ লাখ টাকার এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা বোর্ড।

তবে অন্যান্যা খরচসহ এর দাম পড়লে ৭ কোটি ৩১ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে