ব্র্যাক ব্যাংকের মূলধন বাড়ানো সিদ্ধান্ত

bracস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই সব তথ্য জানা গেছে।

সম্প্রতি এই সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকটি অথরাইজড মূলধন ১২০০ কোটি টাকা হতে বাড়িয়ে ২০০০ কোটি টাকা করা হবে।

বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন এই মূলধন বাড়ানো হবে বলে ডিএস্ইর পক্ষ থেকে জানানো হয়েছে।

এই লক্ষে ব্যাংকটি ২৬ এপ্রিল একটি ইজিএম আহবান করেছে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

‘বাংলাদেশ ব্যাংকের ভয়ে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ হচ্ছে না’

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট তারল্য থাকার পরও তারা বাংলাদেশ ব্যাংকের ভয়ে বিনিয়োগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক। মঙ্গলবার (১৩ মার্চ) ডিবিএ, বিএমবিএ ও শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক কিছু বিষয়ে নমনীয় হলেই বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবারের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ প্রতিনিধিদের বক্তব্য শুনেছি। তাদের ব্ক্তব্যের ভিত্তিতে বলা যায়, পুঁজিবাজারের বর্তমান এ পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের কারণেই হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর কাছে ফান্ড থাকার পরও এক্সপোজারের কারণে তারা বিনিয়োগ করতে পারছে না। বিনিয়োগ করলেই তাদের বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

মোস্তাক আহমেদ সাদেক বলেন, ‘বাজারে সাপোর্ট দিতে আমরা আইসিবিকে বরাবরই শক্তিশালী অবস্থান নিতে দেখেছি। তবে খোদ আইসিবিকেই যদি দুর্বল করে রাখা হয়; তাতে সাপোর্ট লেবেলও দুর্বল হয়ে যায়।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে ঋণ-আমানত অনুপাত সমন্বয় করার মেয়াদ ৬ মাস বাড়ালেও ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এ বিষয়টি বাজারের কোনও উপকারে আসছে না।’ বাংলাদেশ ব্যাংক সবকিছু বুঝেও জেগে ঘুমাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সরকারি ব্যাংকগুলোকেও দায়ী করে মোস্তাক আহমেদ বলেন, ‘সরকারি ব্যাংকগুলোতে সরকারের তহবিল ফান্ডের টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করলে সরকার এবং পুঁজিবাজার দুটিই লাভবান হবে। সরকার বাঁচলে ব্যাংক বাঁচবে আর ব্যাংক বাঁচলে দেশের পুঁজিবাজার বাঁচবে।’

মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে সেসব সমস্যা তৈরি হচ্ছে; সেগুলো সমাধান করতে হবে। বিশেষ করে এক্সপোজারের সমস্যা। আমরা আগে শীর্ষ ব্রোকারেজ প্রতিনিধিদের কাছ থেকে বেশকিছু প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও বাংলাদেশ ব্যাংককে দিয়েছি।’

স্টকমার্কেটবিডি.কম/এমএম

লাফার্জ হোলসিমের মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

lafarge-holcim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি। কোম্পানিটি এর আগে ৫ শতাংশ অন্তর্ববর্তীকালীন লভ্যাংশ প্রদান করে।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আর এ সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৩.১৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৮ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

অর্থনৈতিক সহযোগিতা জোরদার সংক্রান্ত বাংলাদেশ-সিংঙ্গাপুর চারটি চুক্তি সই

2018-03-13_2_461131স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামীদিনে বাংলাদেশ ও সিংঙ্গাপুরের মধ্যে অর্থনৈতিক অংশিদারিত্ব আরো জোরদারের লক্ষ্যে দু’দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ-সিংঙ্গাপুর ব্যবসায়ী ফোরাম-২০১৮ এর উদ্বোধনের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশে সিংঙ্গাপুরের বিনিয়োগ সহযোগিতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিআইডিএ) এবং দি ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ অব সিংঙ্গাপুর (আইই সিংঙ্গাপুর)-এর মধ্যে প্রথম চুক্তিটি সম্পাদিত হয়।

এসএমইসহ বাংলাদেশের কোম্পানিগুলোর সিংঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে বিআইডিএ-এর পক্ষে সংস্থার চেয়ারম্যান কাজি আমিনুল এবং আইই সিংঙ্গাপুরের পক্ষে ক্যাথি রাই এই চুক্তি সাক্ষর করেন।

বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিংঙ্গাপুরের ইনিস্টিটিউট অব সিস্টেম সাইন্স (এনইউএস-আইএসএস) মধ্যে ডিজিটাল লিডারশিপ, উদ্ভাবন ও ডিজিটাল গভমেন্ট ট্রান্সফারমেশন সংক্রান্ত দ্বিতীয় চুক্তিটি সম্পন্ন হয়।

ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১ কার্যক্রম এবং এ সংক্রান্ত জাতীয় প্রকল্পগুলোর সক্ষমতা বৃদ্ধির সহায়তায় বেসরকারি পরামর্শ প্রদানের লক্ষ্যে আইসিটি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী এবং এনইউএস-আইএসএস-এর প্রধান নির্বাহী কর্মকতা নিজ নিজ পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

তৃতীয় চুক্তিটি দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) ও সিংঙ্গাপুর মেনুফেকচারিং ফেডারেশন (এসএমএফ)-এর মাঝে সম্পাদিত হয়। এফবিসিসিআই-এর পক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল এবং এসএমএফ-এর পক্ষে প্রেসিডেন্ট ডগলাস ফু স্বাক্ষর করেন।

শেষ চুক্তিটি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজ (এমসিসিআই) এবং এসএমএফ এর মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে স্বাক্ষরিত হয়। এমসিসিআই-এর সভাপতি নিহাদ কবির এবং এসএমএফ-এর পক্ষে ডগলাস ফু নিজ নিজ অবস্থানে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিংঙ্গাপুরের বাণিজ্য ও শিল্পমন্ত্রী লিম হ্যাং কিয়াং, ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, সিংঙ্গাপুর-এর ভারপ্রাপ্ত প্রধাননির্বাহী কর্মকর্তা ক্যাথি রেই এবং সিংঙ্গাপুর ব্যবসায়ী ফেডারেশন (এসএস)-এর চেয়ারম্যান টিও উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দরপতনের প্রতিবাদে ডিএসই’র রাস্তায় বিনিয়োগকারীরা

mpস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে চলমান দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।

মানববন্ধন কর্মসূচিতে বিনিয়োগকারীরা বলেন, বাজারের চলমান তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে যেনো অযাচিত হস্তক্ষেপ না করে সে বিষয়ে আহ্বান জানানো হয়।

এছাড়া ২০১০ সালসহ তার আগে শেয়ারবাজারে কারসাজি ও লুটেরাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

একই দাবিতে সোমবার দুপুর দেড়টার দিকে ২০-২৫ জন বিনিয়োগকারী ডিএসইর সামনের রাস্তায় বিক্ষোভ করেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী বাংলানিউজকে বলেন, শেয়ারবাজারে পতন হওয়ার মতো কিছুই ঘটেনি। পাতানো খেলার মাধ্যমে বাজারে কৃত্রিম প্রভাব ফেলা হচ্ছে। এর পেছনে ২০১০ সালের রাঘব-বোয়ালরা জড়িত। যাদের নাম ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছিলো। তাদের আইনের আওতায় আনতে পারলেই সবকিছু ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, শেয়ারবাজারের বর্তমান মন্দাবস্থায়ও আইসিবি শেয়ার ক্রয়ের ক্ষেত্রে নিষ্ক্রিয় রয়েছে। বিষয়টি অবশ্যই তদন্ত হওয়া উচিত।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বুধবার থেকে বিমানের কার্গো পরিবহন শুরু

bimanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর ‘এয়ার কার্গো সিকিউরিটি-৩’ (এসিসি-৩) সনদ পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন রুটের সরাসরি কার্গো পরিবহন শুরু হচ্ছে।

জানা যায়, বুধবার (১৪ মার্চ) সকাল ১০টা ৪৫ মিনিটে বিজি০০১ ফ্লাইটযোগে ঢাকা থেকে লন্ডনে সরাসরি কার্গো পরিবহন শুরু হবে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ইউরোপীয় ইউনিয়ন এবং ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টেশন ইউকে কার্গো পরিবহনের নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারছিল না বিমান।

পরে সোমবার (১২ মার্চ) রাতে যুক্তরাজ্যের ডডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট থেকে সনদ পাওয়ায় বুধবার থেকে কার্গো পরিবহন শুরু করবে প্রতিষ্ঠারটি।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. কুইন সাউথ
  2. মুন্নু সিরামিক্স
  3. গ্রামীন ফোন
  4. স্কয়ার ফার্মা
  5. ইফাদ অটোস
  6. ফরচুন সুজ
  7. সিভিও পেট্রোকেমিক্যাল
  8. এ্যাপেক্স ফুডস
  9. মার্কেন্টাইল ব্যাংক
  10. আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে বারাকা পাওয়ার

baraka-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে সহযোগী বারাকা শিকলবাহা পাওয়ার প্লান্টের ২০ শতাংশ শেয়ারে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

ডিএসই সূত্রে জানা গেছে, বারাকা গ্রুপের বারাকা শিকলবাহা লিমিটেড ১০৫ মেঘাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে যার অনুমোদন দিয়েছে সরকার। এই কোম্পানিতে ২০ শতাংশ শেয়ারের বিনিয়োগ করবে বারাকা পাওয়ার।

এদিকে, বারাকা শিকলবাহা লিমিটেডের ৫১ শতাংশ শেয়ারের মালিক হবে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। আবার বারাকা পতেঙ্গার ৫১ শতাংশ মালিক বারাকা পাওয়ার লিমিটেড। সে হিসেবে বারাকা শিকলবাহার ৪৬.০১ শতাংশ শেয়ারের মালিক হবে বারাকা পাওয়ার লিমিটেড। নতুন এ কোম্পানিটিকে আগামী ৯ মাসের মধ্যে উৎপাদনে আসার জন্য অনুমোদন দিয়েছে সরকার।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের র্বোড সভা ২০ মার্চ

ucblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আগামী ২০ মার্চ আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ডিএসই ও সিএসইতে সূচকের বড় ধরনের পতনে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ২৮২ কোটি টাকা। যা আগের লেনদেনের চেয়ে কমেছে। এদিন লেনদেনের সাথে সূচকের বড় ধরনের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ২৮২ কোটি ৩১ লাখ টাকা। গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয় ২৯৮ কোটি ২৪ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮১.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২১.৯০ পয়েন্ট কমে অবস্থান করে ২০৮৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯১ টির। আর দর অপরিবর্তিত আছে ২৭টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –কুইন সাউথ, মুন্নু সিরামিক্স, গ্রামীন ফোন, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, ফরচুন সুজ, সিভিও পেট্রোকেমিক্যাল, এ্যাপেক্স ফুডস, মার্কেন্টাইল ব্যাংক ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৬.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৪৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৬ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৩৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীন ফোন ও কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম