বুধবার স্পট মার্কেটে যাবে ইউনাইটেড ফাইন্যান্স

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড ১৪ মার্চ, বুধবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ১৫মার্চ, বৃহস্পতিবার পযর্ন্ত। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , কোম্পানিটি আগামী ১৪ ও ১৫ মার্চ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। এ সময়ে ব্লক মার্কেটে লেনদেন করা যাবে। আগামী ১৮ মার্চ, রবিবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের কারণে কোম্পানিটি আগামী ১৮ মার্চ লেনদেন স্থগিত রাখবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ফিডের ৯.৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

National-Feedস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৯ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়,আক্তার হোসেন বাবুল নামে এই উদ্দ্যোক্তা পরিচালক কোম্পানিটির ৯ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। তার হাতে কোম্পানিটির ১.৫০.২৬.২৬৬টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার আইপিও লটারীর ফলাফল প্রকাশ

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লটারীর ফলাফল প্রকাশ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ড্র অনুষ্ঠানটি হয়েছে।

 

 

ফলাফল জানতে ক্লিক করুন……..

ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক কোড

সাধারণ বিনিয়োগকারী

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

প্রবাসী বিনিয়োগকারী

 

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ব্যবসা বাড়াতে ইন্দো বাংলা ফার্মার আইপিওতে আবেদন আহবান

indoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যবসা বাড়াতে শেয়াবাজারে শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে। আর এই লক্ষে আগামী ৮ এপ্রিল হতে বিনিয়োগকারীদের নিকট হতে আবেদন আহবান করেছে কোম্পানিটি।

কোম্পানিটি জানায়, আইপিওতে বিনিয়োগকারীরা এই আবেদন ৮ এপ্রিল হতে ১৮ এপ্রিলের মধ্যে করতে পারবে।

ইন্দোবাংলা ফার্মাসিটিক্যালস ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছাড়বে। আইপিওর মাধ্যমে তোলা অর্থ কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয়ে করবে।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৬২ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল, ইবিএল ইনভেস্টম্যান্ট ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার আইপিও লটারী অনুষ্ঠান শুরু

adventস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লটারী ড্র অনুষ্ঠান শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়েছে।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এজিএমের দিন পরিবর্তন

dbhস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। কোম্পানির এজিএমটি আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২৬ এপ্রিল ২২তম এই এজিএমের সিদ্ধান্ত হয়েছিল। এজিএমের জন্য ভেণ্যু নির্ধারণ হয়েছে গুলশানে অবস্থিত ডেল্টা লাইফ টাওয়ারের কন্ফারেন্স হল।

তবে এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কুইন সাউথ টেক্সটাইলের লেনদেন শুরু আজ

qstml logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আজ থেকে। মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “QUEENSOUTH” এবং ডিএসইতে কোম্পানি কোড-17476 নির্ধারণ হয়েছে ।

সম্প্রতি কোম্পানিটির আইপিও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কুইন সাউথের ৬ মাসে ইপিএস ৪৩ পয়সা

qstml logoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডের চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা । সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৩৪ টাকা। এ হিসাবে চলতি বছরে কোম্পানির আয় বেড়েছে ।

এ সময় কোম্পানিটি কর পরিশোধ করার পর মুনাফা হয়েছে ৩.৬৫ কোটি টাকা। যা আগের বছরে ছিল ২.৫৬ কোটি টাকা।

৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৮৬ টাকা। আর

এ সময় কোম্পানিটির কর পরিশোধ করার পর মুনাফা হয়েছে ৭.৫৩ কোটি টাকা। যা আগের বছরে ছিল ৬.২৪ কোটি টাকা।

চলতি বছরের ৩০ ডিসেম্বর কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৮৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

এ্যাডভেন্ট ফার্মার আইপিও লটারী ড্র মঙ্গলবার

adventনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের জন্য সদ্য আইপিও অনুমোদন পাওয়া এ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের লটারী ড্র আগামীকাল ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন সকাল ১০ টায় রমনায় ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ১১ হতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জমা নেওয়া হয়েছে।

এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।

এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

ফুড-এগ্রোক্যাম-পোল্ট্রি এক্সপো শুরু ২১ মার্চ

indexস্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকায় ফুড অ্যান্ড এগ্রো, এগ্রোক্যাম এবং পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৮ শুরু হবে আগামী ২১ মার্চ।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চার দিনব্যাপী এ এক্সপোর আয়োজন করেছে সেমস গ্লোবাল।

সোমবার (১২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সেমস-এর গ্রুপ প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।

তিনি বলেন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমেরিকা, শ্রীলংকা, চীন, রাশিয়া, ভিয়েতনাম, ভারত ও বাংলাদেশের খাদ্যপণ্য, কৃষিজাত উপকরণ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রায় ১৩০টি প্রতিষ্ঠান ১৮০টি স্টলের এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেবে। সেখানে খাদ্যপণ্য, পানীয়, কৃষিজাত পণ্য, পোল্ট্রি পণ্য, বিভিন্ন ধরনের কৃষি উপকরণ, পণ্য প্রক্রিয়াজাতকরণ মেশিনারিজ, রাসায়নিক উপকরণসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদর্শন করা হবে।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, টিএম জাহিদ হোসেন, তানভীর কামরুল ইসলাম, নাঈম শরিফ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/এসটি